আওয়ামীলীগ: চিকিৎসা সমস্যা সমাধানে ২ টিম

স্টাফ রিপোর্টার :: কোন হাসপাতালে শয্যা খালি আছে, কোথায় আইসিইউ ফাঁকা আছে- রোগীর স্বজনরা এমন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন প্রেক্ষাপটে করোনাকালীন সার্বিক চিকিৎসা সহায়তা দিতে রাজধানীবাসীদের জন্য পৃথক ২ টি টিম গঠন করেছে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি। টিমে থাকা উপ-কমিটির ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষনিক সাধারণ মানুষের সহযোগীতায় নিয়োজিত থাকবেন। আজ (বুধবার ২৮ এপ্রিল) থেকে এই কার্যরক্রম শুরু হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা সাংবাদিকদের বলেন, সঠিক তথ্য না পেয়ে অনেক স্বজন রোগী নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়ান। কোন হাসপাতালে আইসিইউ ফাঁকা আছে তা জানেন না অনেকে। অনেকে আবার রোগী ভর্তি করাতে সমস্যায় পড়ছে। এমন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে রাজধানীতে অবস্থানরত মানুষ। তাই এসব সমস্যা সমাধানের জন্য আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ২ টি টিম গঠন করে দেওয়া হয়েছে। টিমের যে কারো নাম্বারে সমস্যা নিয়ে ফোন দিলে তা সমাধান করে দেয়া হচ্ছে।

ডা. রোকেয়া সুলতানা সাংবাদিকদের জানান, আগে থেকেই আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে। তারা রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছে। তবে এবার টিম ২ টি চিকিৎসা পেতে কোন সমস্যা হলে সেগুলো সমাধান করবে। কোন হাসপাতালে ভর্তি হতে রেফারেন্স লাগলে সেটিও তারা করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের কাছে প্রতিনিয়তই নানা সমস্যা নিয়ে ফোন আসছে। আমরা অনানুষ্ঠানিকভাবে আগে থেকেই সমস্যা সমাধানে সহযোগীতা করে যাচ্ছি। কিন্তু এবার আমরা আনুষ্ঠানিকভাবে টিম গঠন করে সমস্যা সমাধানে সহযোগিতার কার্যক্রম শুরু করেছি।

চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পেতে নগরবাসীদের যেসব নাম্বারে যোগাযোগ করতে হবে:

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার জন্য নিয়োজিত থাকছেন ডা. রোকেয়া সুলতানা- 01711527785, ডা. মোতাহের হোসেন চৌধুরী- 01819469689, ডা. আবদুল মতিন- 01711699842, ডা. জাহেরুল ইসলাম লিটন- 01711637950, ডা. মুশফিকুর রহমান- 01911343968, ডা. শেখ শহীদ উল্লাহ- 01988558822, ডা. অসীম কুমার সেনগুপ্ত- 01731636713, ডা. কামরুজ্জামান কামরুল- 01711123377, ডা. আহমেদুল হোসেন খান- 01711782063, ডা. মাহবুবুল হাকিম মিশু- 01710494031, ডা. চয়ন বিশ্বাস- 01683511891, ডা. মো. শাহরিয়ার হোসেন- 01723941428, মো. নিয়ামুল হোসেন তুষার- 01715651619, ডা. তরিকুল ইসলাম প্রিন্স- 01911692717 ও ডা. ফাতেমা-তুজ-জোহরা- 01782746627।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার জন্য নিয়োজিত থাকছেন ডা. রোকেয়া সুলতানা- 01711527785, অধ্যাপক আবু তাহের- 01816357355, ডা. পূরবী দেবনাথ- 01711175303, ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার- 01713015591, ডা. রথীন্দ্রনাথ সরকার- 01716226189, ডা. শাহ তাহমিনা সিদ্দিকা- 01711465783, শেখ মিলি- 01731366777, ডা. সানজিদা আহমেদ- 01723319386, ডা. সায়িদা শওকত- 01550002276, ডা. মশিউর রহমান খসরু- 01716045646, ডা. আতিকুর রহমান- 01715011169, ডা. অমল কুমার ঘোষ- 01711280980, ডা. মো. আক্তার কামাল পারভেজ রিংকু- 01711950359, ডা. আমিনুর রহমান অপু- 01670725905 ও ডা. ইলোরা শারমিন- 01914499800।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব স্টাফ রিপোর্টার :: ইউরোপ-অষ্ট্রেলিয়ার পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *