স্পোর্টস ডেস্ক :: আইপিএল ১২তম ম্যাচে মুখোমুখি মোস্তাফিজের রাজস্থান রয়্যালস ও ডু প্লেসিসদের চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় আজ (সোমবার ১৯ এপ্রিল) রাত আটটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
নিজেদের শেষ ম্যাচে দুই দলের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। চেন্নাইয়ের পেসার দীপক চাহার নতুন বলে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে পাঞ্জাবকে ডুবিয়েছিলেন। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ১৪৭ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১৮ বলে ৪ ছক্কায় ৩৬ রান তুলে দলকে জয় এনে দেন মরিস।
আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছে ২৪ বার। ১৪টি ম্যাচ সিএসকে জিতেছে, রাজস্থান রয়্যালস জিতেছে ১০টি ম্যাচ। নির্বাসন কাটিয়ে ফেরার পর ২০১৮ সালে পারস্পরিক সাক্ষাতে চেন্নাই ও রাজস্থান একটি করে ম্যাচ জিতেছিল। ২০১৯ সালে দুটি ম্যাচই জেতে চেন্নাই।.