উইন্ডোজ ১১ যেভাবে ইনস্টল করবেন আইটি ডেস্ক :: কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ নিয়ে বেশ আলোচনা চলছে বিশ্বব্যাপী। ইতোমধ্যেই মাইক্রোসফটের এ অপারেটিং সিস্টেমে বেশকিছু বড় পরিবর্তন দেখা গেছে। নতুন উইন্ডোজ অবমুক্তের ঘোষণা এলেও এর চূড়ান্ত সংস্করণ এখনও উন্মুক্ত করেনি বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা নিচের ৩ ধাপেই উইন্ডোজ ১১ ইনস্টল করতে পারবেন।
* আপনার কম্পিউটারের কনফিগারেশন চেক করে দেখুন উইন্ডোজ ১১-এর উপযোগী কিনা। পিসি হেলথ চেক টুলটি- https://aka.ms/GetPCHealthCheckApp লিংক থেকে ডাউনলোড শেষে ইনস্টল করে চেক করা যাবে।
* কম্পিউটার স্টাট/রিস্টার্টের মুহূর্তে কি-বোডের F2 কিংবা Delete বাটন চেপে মাদারবোর্ডের বায়োসে প্রবেশ করুন। সেখানের Peripherals বা অন্য কোনো অপশনে গিয়ে Trusted Platform Module (TPM) সংক্রান্ত অপশনটা Enable/On করে দিন। এরপর F10 চেপে সেভ করে বের হয়ে আসুন।
* সবশেষে কম্পিউটারের সেটিংসে (Start > Settings) গিয়ে সবার নিচে Windows Insider Program সিলেক্ট করুন। আপনার হটমেইল বা আউটলুক ইমেইল লগইন করা না থাকলে সেখানে সাইন ইন করুন। এরপর Pick your insider settings option এ ক্লিক দিয়ে Beta channel (Recommended) সিলেক্ট করুন। এরপর সেটিংসের (Start > Settings) Windows Update অপশনে গিয়ে আপডেট/আপগ্রেড/ইনস্টল করুন।
কম্পিউটারের ন্যূনতম কনফিগারেশন যা প্রয়োজন
প্রসেসর :
১ গিগাহার্জ বা তারও বেশি গতির ২ বা ততোধিক কোরের ৬৪-বিটের প্রসেসর। র্যাম : ৪ গিগাবাইট।
স্টোরেজ : হার্ডডিস্কে ৬৪ গিগাবাইট+ ফাঁকা স্পেস। সিস্টেম ফার্মওয়্যার : ইউইএফআই, সিকিউর বুট বান্ধব। টিপিএম : ট্রাস্টেড প্ল্যাটফরম মডিউল (টিপিএম) ২.০। গ্রাফিকস : কমপক্ষে ডিরেক্টএক্স ১২ সমর্থন করতে হবে, এর সঙ্গে উইন্ডোজ ডিসপ্লে ড্রাইভার মডেল (ডব্লিউডিডিএম) ২.০ ড্রাইভার থাকতে হবে। ডিসপ্লে : ৯ ইঞ্চির বেশি এইচডি (৭২০ পিক্সেল) রেজুলেশন।
এ ছাড়া উইন্ডোজের আইএসও ফাইল অনলাইন থেকে ডাউনলোড করে সেটি ISO to bootable USB Tool দিয়ে পেনড্রাইভে বার্ন/রাইট করে গতানুগতিকভাবে সেটা থেকে সেটআপ দেয়া যাবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।