একসঙ্গে ১৯০ দেশে ‘যদি কিন্তু তবুও’

বিনোদন ডেস্ক :: আসছে ১ এপ্রিল ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘যদি কিন্তু তবুও’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।

ট্রেলার প্রকাশের পর সর্বস্তারে প্রশংসা পেয়েছে সিনেমাটি। পারিবারিক গল্পে রোমান্স, কমেডি ও সাসপেন্সে ভরপুর এ সিনেমা নিয়ে দুই তারকার ভক্তদের আগ্রহ তুঙ্গে।

জি-ফাইভের বরাতে সিনেমাটির পরিচালক জানান, একসঙ্গে ১৯০টি দেশ থেকে দেখা যাবে এ সিনেমাটি।

শিহাব শাহীন সাংবাদিকদের জানান, সিনেমাটি নিয়ে স্বভাবতই আমি একটু নার্ভাস। একে তো অনেকদিন পর সিনেমা বানালাম। তাছাড়া সিনেমাটি বানাতে গিয়েও নানারকম বাধার সম্মুখীন হয়েছি। তবে আশা রাখি সব প্রতিকূলতা কাটিয়ে সিনেমাটি দর্শকদের মন জয় করবে। আমার প্রথম সিনেমা থেকে যেমন সাড়া পেয়েছি, এখানেও তার ব্যতিক্রম হবে না বলে বিশ্বাস করি।

পরিচালক থেকে সিনেমাটির কলাকুশলী সকলেরই প্রত্যাশা, দর্শকের মন জয় করবে ‘যদি কিন্তু তবুও’।

নির্মাতা আরও জানান, ‘সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে তারই মজার মজার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এখানে।’

অপূর্ব ও নুসরাত ফারিয়া ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমতু রাতিশ, নাজিবা বাশার প্রমুখ।

এগুলো দেখুন

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান বিনোদন ডেস্ক :: মডেলিং, উপস্থাপনা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *