অমিত শাহের ওই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার অমিত শাহকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন নির্লজ্জ বিজেপি নেতা দেখিনি।
গতকালই ভোট গিয়েছে আর আজকে এসে বলছে কটা আসন পাবে। মানুষই বলবে কে জিতবে, আমি নয়। খবর হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, কিসের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই দাবি করেছেন তা এখনও জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘
প্রথম দফার ভোট শেষ হতেই ৩০–২৬ পাবে বলে ঘোষণা করছে! ২৬টা কেন? বাকি চারটে কি কংগ্রেস–সিপিআইএমের জন্য রাখা? ৩০–এ–৩০ বলুন না! তাহলে তো গোল্লাটা বেশি হবে।’ আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে নন্দীগ্রামে। তার আগে অবশ্য এদিন অমিত শাহ বলেছেন, ‘নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলার পরিবর্তন হবে। বাংলার পরিবর্তন ভাগ্য নন্দীগ্রামবাসীর হাতে। বাংলায় রেকর্ড ভোট পড়েছে।
৩০টির মধ্যে ২৬টি আসন পাবে বিজেপি।’ অমিত শাহ বলেন, ‘নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলার পরিবর্তন হবে। বাংলার পরিবর্তন ভাগ্য নন্দীগ্রামবাসীর হাতে। নন্দীগ্রামে আমরাই জিতছি। বাংলায় ২ মে’র পর বিজেপিই সরকার গড়বে।’ ওই বক্তব্যেল জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আমি জানি মা–বোনেরা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু আমি একটাও আসন বলব না। আমি জানি মানুষ আমাদেরই দিয়েছেন। তাই সেটা আমি মানুষকেই বলতে দেব। মানুষ আমাদের না দিলে যেখানে আমরা পিছিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারতে হতো না।’