শিক্ষা প্রতিনিধি :: এসএসসি ও এইচএসসি-২০২২ শিক্ষাবর্ষের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করেছে।
আজ (বৃহস্পতিবার ২৭ মে) এনসিটিবি ও শিক্ষাবোর্ড পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, চলতি শিক্ষাবর্ষের মতোই ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যসূচি সংকোচন ও পাঠপরিকল্পনা তৈরি করেছে এনসিটিবি। তবে আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বশরীরে ক্লাস করার যথেষ্ট সময় পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এনসিটিবি’র শিক্ষাক্রম সদস্য প্রফেসর মশিউজ্জামান বলেন, করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সকল শিক্ষার্থীরা প্রায় এক বছর ক্লাস করতে পারেনি।
নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে এসএসসি ১৫০ কর্মদিবস এবং এইচএসসি ১৮০ কর্মদিবস ক্লাস করতে পারতেন। তবে করোনাকালীন সময় বিবেচনা করে সামান্য আকারে পাঠ্যসূচি সংকুচিত করা হয়েছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।