স্টাফ রিপোর্টার :: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, খুব তাড়াতাড়িই স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ করা হবে । আজ (বৃহস্পতিবার) বিকেলে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমিতে (বিএনসিসি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘আমিই বঙ্গবন্ধু ট্যানেলের’মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, সংসদে স্বাধীনতাবিরোধীদের তালিকা পাস হবে। এ বছরই সব বাধীনতাবিরোধীদের নাম প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, ‘জনগণই সব ক্ষমতার উৎস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের নেতা ছিলেন। এই সরকারের আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে-হচ্ছে।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম, রমনা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ প্রমুখ।