বর্তমানে ওয়েব ডিজাইন অনেক জনপ্রিয় একটি বিষয়। অনেকেই ঘরে বসে টাকা ইনকাম করার উপায় খুজে থাকেন। যারা চাকরী করতে চান না তারাই মূলত ঘরে বসে অনলাইন ইনকাম করার চিন্তা করেন। বর্তমান সময়ে তেমনি একটি সহজ উপায় হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স। ওয়েব ডিজাইন শিখার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে সহজ উপায় হচ্ছে ঘরে বসে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল বাংলা শিখা।
অনেক সময় প্রয়োজন পড়ে বিভিন্ন ওয়েব ডিজাইন বই এর সহায়তা। আমরা আশা করছি আমাদের এই ওয়েব ডিজাইন শিখুন কোর্সটি শিখে যেকেউ ওয়েব ডিজাইন মাস্টার হয়ে উঠবেন। এটি হতে পারে আপনার অনলাইন ইনকাম জগতে বাংলাদেশ এর জন্য যুগোপযোগী একটি ব্যাতিক্রমধর্মী অনলাইন ইনকাম সাইট। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার জন্য নতুন ছাত্র-ছাত্রীদের অনেকাংশে সাহায্য করতে পারে বাংলা বা ইংলিশ পিডিএফ বই। ইতোমধ্যে বিভিন্ন ওয়েবসাইটে প্রয়োজনীয় এই বইগুলো খুঁজা-খুঁজি করে ক্লান্ত হয়ে পরছেন।
এমন শিক্ষার্থীদের জন্য আজকের এই পোস্টটি। আজকে আপনাদের জন্য শেয়ার করবো ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের মজার বাংলা কিছু পিডিএফ বই। অনেকেই হয়তো বিভিন্ন ওয়েবসাইটে বইগুলো খুঁজেও পাননি বা একের পর এক লিংকে ক্লিক করতে করতে শেষ পর্যন্ত বইগুলো আর ডাউনলোড করতে পারছেন না।
তবে আমাদের ওয়েবসাইট থেকে সহজেই বইগুলো ডাউনলোড করে নিন। চলুন, দেখে নেই আজকে কি কি বই ডাউনলোড করার সুযোগ থাকছে।
> HTML 5 Bangla PDF Book
> HTML সকল ট্যাগলিস্ট
> CSS বাংলা পিডিএফ ই-বুক
> Javascript বাংলা ই-বুক
> PHP বাংলা পিডিএফ ই-বুক
>ওয়ার্ডপ্রেস বাংলা পিডিএফ ই-বুক
>এসইও বাংলা ই-বুক
> Bootstrap চিটশিট PDF eBook
চলুন এবার জেনে নেই, CSS বাংলা পিডিএফ ই-বুক, Javascript বাংলা ই-বুক, PHP বাংলা পিডিএফ ই-বুক, ওয়ার্ডপ্রেস বাংলা পিডিএফ ই-বুক, এসইও বাংলা ই-বুক সহ Bootstrap চিটশিট PDF eBook বইগুলো কোন কোন কাজে কিভাবে ব্যবহার করতে হবে।
১. HTML এইচটিএমএল সকল ট্যাগলিস্ট
প্রথমে ওয়েব ডিজাইন শেখার আগে আপনাকে জানতে হবে HTML এর কাজকি ও এইচটিএমএল-HTML ব্যবহার সম্পর্কে। এইচটিএমএল- HTML এ অনেকগুলো ট্যাগ রয়েছে। এই ট্যাগগুলি ব্যবহার করেই মূলত একটি ওয়েবসাইটের অবকাঠামো তৈরি করা হয়ে থাকে। যদি HTML এর গুরুত্বপূর্ণ সব ট্যাগগুলো জানা থাকে, তাহলে আপনি ওয়েব ডিজাইনের প্রাথমিক ধাপ সম্পন্ন করতে পারবেন। ট্যাগলিস্টগুলো হাতে পাওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে ট্যাগ গুলো বুঝে বুঝে মুখস্ত করা এবং প্রাকটিকালি ব্যবহার করে দেখা। নিচে ক্লিক করে ট্যাগলিস্টগুলো ডাউনলোড করেনিন।
ডাউনলোড HTML এইচটিএমএল সকল ট্যাগলিস্ট
CSS বাংলা পিডিএফ ই–বুক
CSS-সিএসএসকে বলা হয়ে থাকে ওয়েবসাইটের প্রাণ বা ওয়েবসাইটের জীবন। এইচটিএমএল দিয়ে আপনি একটি ওয়েবসাইটের অবকাঠামো তৈরি করলেন, ওয়েবসাইটের অবকাঠামো সুন্দর একটি রূপ দিতে আপনার প্রয়োজন হবে সিএসএস। ওয়েব ডিজাইনে অনেকের কাছেই সিএসএস অনেক কঠিন মনে হতে পারে। আসলে পর্যাপ্ত প্রাকটিসের মাধ্যমে আপনি এটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। বিশেষ করে মনে রাখুন, CSS যতই জটিল মনে হোক না কেন, এর কোন বিকল্প নেই। CSS ছাড়া ফ্রন্ট-এন্ড ডেভেলপারের মূল্যই নেই। তবে মজার কথা হলো, কোন মতে একবার CSS এটি নিজের আয়ত্ত্বে আসলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। প্রয়োজন শুধু একটানা লেগে থাকার মতো ধৈর্য্য এবং আগ্রহ। তাই আপনার সিএসএস-CSS এর জ্ঞানকে আরো পাকাপোক্ত করতে নিচে ক্লিক করে বাংলা পিডিএফ ই-বুকটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড CSS বাংলা পিডিএফ ই–বুক
এইচটিএমএল-HTML 5 Bangla PDF Book
এইচটিএমএল-HTML 5 হচ্ছে Hypertext Markup Language এর সর্বশেষ ভার্সন, একটি ওয়েবসাইটের কাঠামোগত রূপ গঠন করে থাকে। নতুন এ সংস্করণটি মূলত তিন ধরণের কোডের সমন্বয়ে তৈরি। যেমন: HTML, CSS ও JavaScript। এইচটিএমএল-HTML এর পূর্বের ও নতুন ভার্সনের কাজ একই হলেও সর্বশেষ এইচটিএমএল-HTML 5 ভার্সন আগের থেকে অনেকগুন গতিশীলের পাশাপাশী ও যুগোপযোগী।
একটি ওয়েব ব্রাউজারে অতিরিক্ত কোন প্লাগিন বা এ্যাড অন ব্যবহারের প্রয়োজনীয়তা ছাড়াই আপনার অনলাইন কর্মকাণ্ড পরিচলনা করার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে এইচটিএমএল-HTMLই সবথেকে সহজ ভাষা এটি। আপনি ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার এইচটিএমএল-HTMLদিয়েই শুরু করতে পারেন।
যদিও এইচটিএমএল-HTML এ অনেকগুলো ট্যাগ রয়েছে, এই ভাষাটি চর্চা করার জন্য আপনাকে আমাদের দেয়া এইচটিএমএল-HTML 5 Bangla PDF Book ডাউনলোড বইটি সুন্দরভাবে সহায়তা করবে। এখানে ক্লিক করে এইচটিএমএল-HTML 5 Bangla PDF Book ডাউনলোড করে নিন।
এইচটিএমএল-HTML 5 Bangla PDF Book
Javascript বাংলা ই–বুক
বর্তমানে ওয়েব সাইটের গুরুত্বপূর্ণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ডেভেলপারের যে মূল্য এবং চাহিদা, এতে করে জাভাস্ক্রিপ্ট না শিখে আর কোন গতি নেই। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে ভালো কিছু করতে চান বা স্বপ্ন দেখেন। তাহলে অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে।
আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ওপর লেখা একটি বই আমাদের এই ব্লগের পাঠকদের জন্য শেয়ার করতে যাচ্ছি। বইটি বোঝার সুবিধার্থে বাংলায় রচনা করা হয়েছে এবং খুব সহজভাবে জাভাস্ক্রিপ্টের প্রতিটি প্রয়োজনীয় বিষয় বোঝানো হয়েছে। বইটি লিখেছেন আবদুল্লাহ আল ফারুক স্যার। চমৎকার এই বইটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
ডাউনলোড Javascript বাংলা ই–বুক
পিএইচপি-PHP বাংলা পিডিএফ ই–বুক
ওয়েব ডিজাইন শেখার জন্য ওপরে যেসকল বইগুলো শেয়ার করেছি, তা মূলত ওয়েব ডিজাইনের জন্য। পিএইচপির একটি সমৃদ্ধশালী সার্ভার-সাইট ল্যাঙ্গুয়েজ। সারাবিশ্বে ওয়েব ডেভেলপারদের কাছে এই ল্যাঙ্গুয়েজটি ব্যপক জনপ্রিয় হওয়ায় এর চাহিদা এখন আকাশচুম্বী।
তবে পিএইচপি শেখার ইংরেজী অনেক সোর্স থাকলেও বাংলা ভাষায় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে এগুলোর পরে আপনার প্রয়োজন হবে ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা। আর ঠিক এজন্য আপনাকে পিএইচপি ভালো করে শিখতে হবে। একটি স্ট্যাটিক ওয়েবসাইটকে ডায়নামিক রূপ দিতে আপনাকে পিএইচপি জানতে হবে।
যারা পিএইচপি শিখতের চান তাদের জন্য একদম সহজভাবে বাংলা ভাষায় লেখা পিএইচপি এর পিডিএফ একটি বই পোস্ট করেছি। বইটি পেতে হলে নিচে ক্লিক করুন। লেখক মো: মিজানুর রহমান স্যারের লেখা এই বইটি ভালোবাবে বোঝার জন্য বাংলায় রচনা করা হয়েছে ও খুব সহজভাবে পিএইচপির প্রতিটি প্রয়োজনীয় বিষয় বিস্তারিত বোঝানো হয়েছে। ইংরেজী যেকোন রিসোর্সের মতই এটা বেশ মানসম্মত ও এই বইটি পড়লে এবং প্র্যাকটিস করলে ভাল পিএইচপি শিখতে পারবেন বলে আশা করি।
ডাউনলোড পিএইচপি-PHP বাংলা পিডিএফ ই–বুক
WordPress-ওয়ার্ডপ্রেস বাংলা পিডিএফ ই–বুক
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন? WordPress-ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবেন না তা কি করে হয়? অনলাইনে ব্লগিং ওয়েবসাইট তৈরিতে সবথেকে বেশি যে প্লাটফরমটি ব্যবহার করা হয়, তা হচ্ছে WordPress-ওয়ার্ডপ্রেস। উইকিপিডিয়ার মতে ওয়ার্ডপ্রেস বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস ও শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যা এখনো WordPress-ওয়ার্ডপ্রেস মত কেউ এতো শক্তিশালী ভাবে আগাতে পারেননি। WordPress-ওয়ার্ডপ্রেসই হচ্ছে একটি বেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
এটি পিএইচপি ও মাইএসকিউএল দ্বারা তৈরি একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ব্লগারদের কাছে এই সিএমএসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক বেশি। আর এ জন্যই সারাবিশ্বে WordPress-ওয়ার্ডপ্রেস এতোটা বেশি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। ওয়ার্ডপ্রেসের ওপর দারুণ একটি বাংলা পিডিএফ ই-বুকটি নিচে ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড WordPress-ওয়ার্ডপ্রেস বাংলা পিডিএফ ই–বুক
এসইও বাংলা ই-বুক
বর্তমানে ছোট বড় প্রায় অধিকাংশ প্রতিষ্ঠান চাচ্ছেন নিজের প্রতিষ্ঠানের নামে একটি ওয়েব সাইট খুলতে। কারন ডিজিটালের এই যুগে প্রতিষ্ঠানের পরিচিতি ও প্রতিষ্ঠিানের পন্য সবার মাঝে পৌছানোর জন্য স্যোসাল সাইটকেই বেচে নিচ্ছেন। একটি ওয়েব সাইট তৈরির পর আপনার প্রয়োজন সেটিকে এসইও করা। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। মনে রাখতে হবে, আপনার সাইট যত সুন্দর সন্দর কন্টেন্ট থাকুক না কেন। ওয়েব ডিজাইনের বাংলা বই ডাউনলোড করুন (a to z)
ভিজিটর ছাড়া আপনার ওয়েবসাইটের কোন মূল্য নেই। আপনাদের বুঝার সার্থে আরেকটু সহজ করে দিতে সাথে থাকছে এসইও’র ওপর একটি বাংলা PDF।বইটি ডাউনলোড করতে করুন। আপনি আরো সুন্দর ধারণা পেতে পারেন। ১৪১ পৃষ্ঠার দীর্ঘ এই বইটি লিখেছেন লেখক মো: মিজানুর রহমান স্যার।
বইটি খুব সম্প্রতি লেখা হয়নি। কিন্তু পুরোনো হলেও এখানে দেখানো নির্দেশনাগুলো আপনার খুব কাজে দেবে। অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এই বইটিতে খুব বিস্তারিতভাবে বিভিন্ন উদাহরণসহ বোঝানো হয়েছে। এছাড়াও ব্লগার এবং ওয়ার্ডপ্রেসসহ বিভিন্ন প্লাটফরমে ওয়েবসাইট এসইও করার যাবতীয় সকল কৌশল এখানে খুব সহজভাবে দেখানো হয়েছে। DOWNLOAD SEO PDF BOOK, এসইও বাংলা বইটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
ডাউনলোড এসইও বাংলা ই-বুক
Bootstrap চিটশিট PDF eBook
আধুনিক ওয়েব ডিজাইনে Bootstrap একটি বিপ্লবের একটি নাম। এর শক্তিশালী ফ্রেমওয়ার্কের মাধ্যমে রেসপনসিভ ওয়েবপেজ তৈরি করা সম্ভব। বর্তমানে Bootstrap এর বিকল্প বেশকিছু ফ্রেমওয়ার্ক থাকলেও বেশিরভাগ ওয়েব ডিজাইনারগণ এটিকেই সব চেয়ে বেশী প্রাধান্য দিয়ে থাকেন। বুটস্ট্রাপের এত জনপ্রিয়তার কারণ হচ্ছে এর গ্রিড সিস্টেম, টাইপোগ্রাফি থেকে বাটন পর্যন্ত অনেকগুলো এইচটিএমএল-HTML এলিমেন্ট স্টাইল। পাশাপাশি জাভাস্ক্রিপ্ট প্লাগইনের সাপোর্ট। আর এসব সুবিধা Bootstrap কে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলেছে।
বর্তমানে আধুনিক ওয়েব ডিজাইনে কেউ Bootstrap এর প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারবে না। বুটস্ট্রাপের ওপর ভালো কোন বাংলা বই না থাকায় আমরা আপাতত Bootstrap এর একটি ইংরেজী Cheat sheet শেয়ার করছি। তবে যদিও এটি ইংরেজী ভাষায় রচিত, কিন্তু নতুনদের জন্য সহজে বোধগম্য। শেষ কথা, আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন। আমাদের কমেন্ট করে জানান। আমরা দ্রুত আপনাদের প্রশ্নর উত্তর নিয়ে আসবো ইনশাল্লাহ।
আরো পড়ুন:ইউটিউব টিভিতে ফোরকে স্ট্রিমিং
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।