স্টাফ রিপোর্টার :: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
আজ (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, কিংবদন্তি অভিনেত্রী কবরী দেশের চলচ্চিত্র জগতে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সমান অবদান অবিস্মরণীয়।
তিনি আরো বলেন, জনপ্রিয় ও গুণী অভিনেত্রীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তাঁর সৃজনশীল কর্মের মাধ্যমে লাখো ভক্ত ও অনুরাগীর হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।
প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।