কবরীর মৃত্যুতে জাকির হোসেনের শোক

স্টাফ রিপোর্টার :: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, কিংবদন্তি অভিনেত্রী কবরী দেশের চলচ্চিত্র জগতে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সমান অবদান অবিস্মরণীয়।

তিনি আরো বলেন, জনপ্রিয় ও গুণী অভিনেত্রীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তাঁর সৃজনশীল কর্মের মাধ্যমে লাখো ভক্ত ও অনুরাগীর হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।

প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *