করোনায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

করোনায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি :: কোভিড আক্রান্ত হয়ে সুমন হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল (শুক্রবার ১৬ জুলাই) সন্ধ্যায় যশোর সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাবির নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. ফারজানা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গ্রামের বাড়ি ঝিনাইদহে ছিলেন সুমন হোসেন। কয়েকদিন আগে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তার বিভাগের চেয়ারপার্সন খবর পেয়ে সুমনকে বাঁচাতে সহায়তার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করেন।


আরো পড়ুন: ওয়েব ডিজাইন ফন্ট ব্যবহারের চূড়ান্ত গাইডলাইন


তিনি বলেন, ২ দিন আগে সুমনের ছোট ভাই সুজনের সাথে যোগাযোগ করে জানতে পারি সুমনের ফুসফুসের বেশির ভাগ অংশ আক্রান্ত হয়েছে। এরপর সুমনের বিভাগের এক বন্ধুর মাধ্যমে জানতে পারি, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু, আজ (শুক্রবার) সন্ধ্যায় খবর পেলাম সুমন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, আমাদের জন্য এটি একটি মর্মান্তিক খবর।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *