করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী!

স্টাফ রিপোর্টার :: কোভিড-১৯ আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান (৭৮) ও শেখ ইউনুস আলী।

গতকাল (রোববার ২৫ এপ্রিল) সকালে মারা যান নাজমুল হাসান। বিকেলে মারা যান আইনজীবী শেখ ইউনুস আলী। দুজনেই রাজধানীর বেসরকারি ২ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নাজমুল হাসানের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, কোবিড-১৯ আক্রান্ত হওয়ার পর গত ৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (রোববার ২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন।

বারিধারার ডিওএইচএস জামে মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অ্যাডভোকেট নাজমুল হাসানের বাবা মোহাম্মদ গোলাম মাওলা জেলা ও দায়রা জজ ছিলেন।

অপরদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বলেন, আইনজীবী শেখ ইউনুস আলী করোনায় আক্রান্ত হয়ে গতকাল (রোববার ২৫ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন> কোম্পানী খোলতে চাচ্ছেন! কেমন হবে আপনার কোম্পানী, বীমা,নাকি, এনজিও,নাকি সমবায় সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *