কোভিড চিকিৎসকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতজুড়ে চলা কোভিড-১৯’র দ্বিতীয় ঢেউয়ের প্রবল চাপের মধ্যে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বিবেক রায় নামের একজন আবাসিক চিকিৎসক আত্মহত্যা করেন।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর এক টুইটে এ খবর জানান।

ডা. ওয়ানখেদকর জানান, আত্মহত্যাকারী চিকিৎস বিবেক রাই ঐ বেসরকারি হাসপাতালটিতে গত একমাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছিলো। প্রতিদিন ৭ থেকে ৮ জন সঙ্কটাপন্ন রোগীকে দেখছিলেন তিনি। কিন্তু দিন দিন রোগীদের মৃত্যু বেড়ে যাওয়ায় এই তরুণ চিকিৎসক বিষন্নতায় আক্রান্ত হন।

এই হতাশাজনক পরিস্থিতিতেই, চোখের সামনে যারা মারা যাচ্ছেন তাদের দুর্ভোগ ও আবেগের সাথে বসবাসের চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি, বলেন ডা. ওয়ানখেদকর।

বিবেক রাইয়ের স্ত্রী ২ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান তিনি। এই তরুণ চিকিৎসকের মৃত্যুর জন্য অপবিজ্ঞান, অপরাজনীতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারা ‘খারাপ প্রশাসনকে’ দায়ী করেছেন আইএমএয়ের এই সাবেক প্রধান।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

রোজায় ডায়াবেটিস রোগীর পুষ্টি

রোজায় ডায়াবেটিস রোগীর পুষ্টি

জেনে নিন এই রোজায় ডায়াবেটিস রোগীর পুষ্টি খাবারগুলো কি কি হবে? আসুন এ বিষয়ে আজকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *