আন্তর্জাতিক ডেস্ক :: ভারতজুড়ে চলা কোভিড-১৯’র দ্বিতীয় ঢেউয়ের প্রবল চাপের মধ্যে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বিবেক রায় নামের একজন আবাসিক চিকিৎসক আত্মহত্যা করেন।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর এক টুইটে এ খবর জানান।
ডা. ওয়ানখেদকর জানান, আত্মহত্যাকারী চিকিৎস বিবেক রাই ঐ বেসরকারি হাসপাতালটিতে গত একমাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছিলো। প্রতিদিন ৭ থেকে ৮ জন সঙ্কটাপন্ন রোগীকে দেখছিলেন তিনি। কিন্তু দিন দিন রোগীদের মৃত্যু বেড়ে যাওয়ায় এই তরুণ চিকিৎসক বিষন্নতায় আক্রান্ত হন।
এই হতাশাজনক পরিস্থিতিতেই, চোখের সামনে যারা মারা যাচ্ছেন তাদের দুর্ভোগ ও আবেগের সাথে বসবাসের চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি, বলেন ডা. ওয়ানখেদকর।
বিবেক রাইয়ের স্ত্রী ২ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান তিনি। এই তরুণ চিকিৎসকের মৃত্যুর জন্য অপবিজ্ঞান, অপরাজনীতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারা ‘খারাপ প্রশাসনকে’ দায়ী করেছেন আইএমএয়ের এই সাবেক প্রধান।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।