দুর্বা ডেস্ক :: কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা বিশ্ব। কয়েকটি দেশে কোভিড প্রকোপে আবারো ভয়াবহ অবস্থা ধারণ করেছে। গত২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ৩৩ হাজার।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ (মঙ্গলবার ২৭ এপ্রিল) এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোভিড-১৯তে মারা গেছে ৩১ লাখ ৩৩ হাজার ৬৩৭ জন। আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৮৫৩ জন।
বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জনের প্রাণ নিয়েছে কোভিড। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জনের।
যুক্তরাষ্ট্রের পর কোভিড-১৯তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও কোভিড-১৯তে সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৪৫৬ জন। তাদের মধ্যে মারা গেছে ৩ লাখ ৯২ হাজার ২০৪ জন।
কোভিড-১৯তে শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। কোভিড শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।