ক্যানসারসহ জটিল সব রোগ থেকে মুক্তি দিবে কাঁঠাল

ক্যানসারসহ জটিল সব রোগ থেকে মুক্তি দিবে কাঁঠাল দুর্বা ডেস্ক :: ছোট বেলা থেকে জেনে আসছি আমাদের জাতীয় ফল কাঁঠাল। তবে ইংরেজি ‘জ্যাকফ্রুট’ নামটি এসেছে পর্তুগিজ শব্দ ‘জাকা’ থেকে৷ আমাদের অনেকের মধ্যে একটি অতীত ধারণা এখন বিরাজ করছে তা হলো কাঁঠাল খেলেই হজমের সমস্যা হয়। কিন্তু এই ধারণা সাথে যুক্ত আছে কাঁঠালে গন্ধ যার জন্য খেতে পছন্দ করে না। কিন্তু এই কাঠালের রয়েছে অনেক পুষ্টিগুণ। সেটা হয়তো অনেকের অজানা। আবার সুপারফুড কাঁঠালের মধ্যেই রয়েছে হাজারো রোগের সমাধান। আজকে জানবো সুপারফুড কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে।

কাঁঠালে আছে ভিটামিন-সি, এ, বি-১, বি-২, ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বিটা ক্যারোটিন সহ নানা ধরনের খনিজ উপাদান। শরীরের রোগ- প্রতিরোধ ক্ষমতা বাড়ে কাঁঠাল খেলে। এছাড়াও আছে অ্যান্টিঅক্সিড্যান্ট।

শর্করায় পরিপূর্ণ এই ফলের ১০০ গ্রাম পরিমাণে থাকে প্রায় ৯৪ ক্যালরি! তাই কাঁঠাল খাওয়ার পর দুর্বলতা কেটে যায় ৷ তবে এই ফল না খাওয়াই ভালো ডায়াবেটিস রোগীদের। কাঁঠালে আছে পরিমাণ প্রচুর পটাসিয়াম। যার ফলে হৃদযন্ত্র ভাল থাকে ৷ ঠিক রাখে রক্ত সংবহন পদ্ধতিও ।

কাঁঠাল পরিমিত পরিমাণে খেলে পরিপাক ক্রিয়ায় সাহায্য করে ৷ কারণ অন্যান্য ফলের চেয়ে কাঁঠাল বেশ ফাইবারসমৃদ্ধ। শরীরকে টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে কাঁঠালের থাকা অ্যান্টি অক্সিড্যান্ট৷ ফলে ক্যানসারের আশঙ্কা কম থাকে।


আরো পড়ুন: আভাসের দুর্নীতি ঢাকার অডিও রেকর্ড ফাঁস!সাংবাদিকদের দেড় লাখ


কাঁঠালে আছে ভিটামিন-এ যা চোখ ভাল রাখে। এই ফল দৃষ্টিশক্তি উন্নত করে। এছাড়া ছানি এবং রেটিনার অন্যান্য অসুখকে প্রতিরোধ করে। কাঁঠাল ক্যালসিয়ামসমৃদ্ধ একটি ফল। এই ফল হাড় মজবুত করে ৷ দূরে থাকে হাড়ের জটিল রোগের আশঙ্কা। কাঁঠাল কার্যকরী থাইরয়েড এবং দূষণ থেকে হওয়া হাঁপানি সারাতে। কাঁঠালের বীজও শরীরের একাধিক সমস্যা দূর করে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

পেটে গ্যাসের সমস্যায় করণীয় কি? পেটের গ্যাস দূর করার উপায়!

পেটে গ্যাসের সমস্যায় করণীয় কি? পেটের গ্যাস দূর করার উপায়!

আসসালামুয়ালাইকুম অনেক রোগীই আমাদের কাছে আসেন পেটের সমস্যা নিয়ে পেট ফেঁপে থাকে ফুলে থাকে পেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *