খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার :: কোভিড-১৯ আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ (মঙ্গলবার ৩ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী পূর্ব রাজাবাজার নাজনীন স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের বাইরে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করলে সেটি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হবে। তবে খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে পরিবারের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের অবেদন করা হয়নি।

কোভিড-১৯ আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকাল (সোমবার ৩ মে) থেকে শ্বাসকষ্ট শুরু হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। এছাড়া তিনি বিভিন্ন রোগে ভুগছেন। শারীরিক অবস্থা বিবেচনা করে দল ও পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার চেষ্টা করছে। গুঞ্জন রয়েছে, কারাগার থেকে নির্বাহী আদেশে মুক্তির মতো এবারো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বিদেশে চিকিৎসায় সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।

দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে জানাতে গিয়ে বলেন, কোভিড সংক্রমণের কারণে খালেদা জিয়ার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছে। এখনো তিনি সিসিইউতে আছেন। অক্সিজেন দেয়া হচ্ছে। তিনি এখন স্থিতিশীল আছেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে অন্যান্য দেশে জিডিপির হার কমে যাচ্ছে কিন্তু বাংলাদেশ সমানতালে এগিয়ে যাচ্ছে। এটাকেই বলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব। দেশ এগিয়ে গেলেও প্রধানমন্ত্রী গরিব মানুষের কথা ভুলে যাননি। তিনি কেবল আমাদের নেতা না, বিশ্বের নন্দিত নেতা। শেখ হাসিনা গরিব মানুষের কথা ভুলে যাননি।

নিম্ন আয়ের মানুষদের যাতে কষ্ট না হয় সেজন্য শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের ৩৫ লাখ গরিব মানুষের জন্য ২৫০০ টাকা করে দিচ্ছেন। কেউ যাতে বস্ত্র, খাদ্যে কষ্ট না পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

শেরেববাংলা নগর থানা আওয়ামী লীগের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হোসেন মাছুদ। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্না কচি প্রমুখ।

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব স্টাফ রিপোর্টার :: ইউরোপ-অষ্ট্রেলিয়ার পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *