করোনার মহামারির কবলে সারা পৃথিবী। আর ভারত সব চেয়ে বেশী ক্ষতিগ্রহস্থ। ঠিক এসময়ে ক্ষতি গ্রহস্থ দেশে এবার ঘরে বসেই চালু করেছেন, ঘরে বসেই অর্ডার করুন মদ! কোন অ্যাপে,কী ভাবে? জানুন বিস্তারিত ।। এখন বাড়িতে বসেই অনলাইনে মদের অর্ডার করতে পারবেন দিল্লির মানুষজন।
কিন্তু কারা অর্ডার করতে পারবেন, আর কারাই বা ডেলিভারি করতে পারবেন, কী ভাবেই বা অনলাইনে মদের অর্ডার করা যাবে, এই যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
সারাদেশের ন্যায় ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমতে শুরু করেছে।
প্রতিদিনই দেশে নতুন ভাবে সংক্রামিতের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমছে। ভারতের বিভিন্ন প্রান্তে লকডাউন শুরু হওয়ার ফলেই আসলে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করছে বলে মনে করছেন অনেকেই।
যদিও আক্রান্তের সংখ্যা কমলেও, আমাদের এখনও সতর্ক থাকতে পরামর্শ বিশেষজ্ঞদের।
এছাড়া দিল্লিতে ৭ জুন পর্যন্ত লকডাউন চলবে। আর এমনই এক পরিস্থিতিতে রাজধানীতে মদের হোম ডেলিভারি পাওয়া যাবে।
গতকালই তার ঘোষণা করেছে দিল্লি সরকার।
একাধিক মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে অর্ডার দিলে, বাড়িতে বসেই পাবেন মদ।
মদের হোম ডেলিভারি কারা করতে পারবেন?
ভারত সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, মোবাইল অ্যাপ এবং অনলাইনে মদ অর্ডার করলে, তা বাড়িতে পৌঁছে দিতে পারবেন দোকানদাররা।
তবে কোনও হস্টেল, অফিস এবং কোনও প্রতিষ্ঠানে মদ ডেলিভারি করা যাবে না। শুধুমাত্র L-13 লাইসেন্স থাকা ব্যবসায়ীরাই অ্যালকোহল ডেলিভারি করতে পারবেন।
মদের হোম ডেলিভারি করতে কী কী প্রয়োজন?
যে সব ব্যবসায়ীরা দিল্লিতে অনলাইনে মদ বিক্রি করতে ইচ্ছুক সকলকেই নির্দিষ্ট অ্যাপ ও পোর্টালে রেজিস্টার করতে হবে। এছাড়াও রয়েছে বিশেষ ভেরিফিকেশন প্রসেস।
অনলাইনে কারা মদের অর্ডার করতে পারবেন?
দিল্লি আবগারি (সংশোধন) বিধি ২০২১ এর অধীনে রাজধানীতে মদের অনলাইন ডেলিভারি শুরু হয়েছে। অনলাইনে মদের অর্ডার, তার হোম ডেলিভারি এবং সে ক্ষেত্রে নিয়মের ঘেরাটোপ থাকবে না, তাই আবার কখনও হয়?
যাঁরা অর্ডার করবেন, তাঁদের নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নিজেদের বয়স সম্পর্কে জানাতে হবে।
১৮ বছরের উর্ধ্বে হলে তবেই অনলাইনে মদ অর্ডার করা যাবে।
অনলাইনে মদ অর্ডার করবেন কীভাবে?
যদিও এই বিষয়ে এখনও কোনও নির্দেশিকা জারি করেনি দিল্লি সরকার। তাই নির্দিষ্ট ভাবে কোন অ্যাপ অথবা পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, তা এখনও অজানা রয়েছে।
ঘরে বসেই অর্ডার করুন মদ! কোন অ্যাপে,কী ভাবে? জানুন বিস্তারিত
যদিও জানা গিয়েছে, ফোন কলের মাধ্যমে কোনও অর্ডার করা যাবে না। শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই অনলাইনে মদ অর্ডার করা যাবে।
তবে গত বছর মহারাষ্ট্র, ওডিশা, পশ্চিমবঙ্গ এবং দিল্লিতেও মদের ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছিল। Amazon, BigBasket, Swiggy, এবং Zomato-র মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকেই অনলাইনে মদের অর্ডার করতে পারছিলেন ইউজারেরা।
অন্য দিকে আবার কেরালা সরকার মদের হোম ডেলিভারির জন্য BevQ নামক একটি ডেডিকেটেড লিকার অ্যাপ লঞ্চ করেছে।
এই অ্যাপের মাধ্যমে সুরাপ্রেমীদের একটি টোকেন নিয়ে রাখতে হবে, শুধু মাত্র সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিষয়টি গুরুত্ব দিতে। গত বছর মে মাসে এই অ্যাপ কেরালা সরকার লঞ্চ করেছিল।
তার কয়েক দিনের মধ্যেই অ্যাপটির প্রায় ১ লাখ ডাউনলোডও হয়। আরও পড়ুন:ভয়ঙ্কর মাদক এলএসডিসহ আরও গ্রেপ্তার ৫
যদিও দিল্লিতে অনলাইনে মদ ডেলিভারি এই প্রথম নয়। গত বছরেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল কেজরিওয়াল সরকার। Q-Token ব্যবহার করে অনলাইনে মদ অর্ডার করা যাচ্ছিল। তার জন্য বিশেষ ওয়েবসাইট নিয়ে এসেছিল দিল্লি সরকার।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।