আন্তর্জাতিক ডেস্ক :: এভার গ্রিন নামে পানামার পতাকাবাহী একটি জাহাজ সুয়েজ খালে আটকে পড়েছিল গত মাসে। পরে জাহাজটিকে জব্দ করে মিসর। এ ঘটনায় গুরুত্বপূর্ণ নৌপথ আটকে দেশটিকে রাজস্ব থেকে বঞ্চিত করায় ক্ষতিপূরণ হিসেবে জাহাজের মালিকপক্ষকে ৯০ কোটি ডলার জরিমানা করেছেন মিসরের আদালত। নির্ধারিত অর্থ পরিশোধ না করলে জাহাজটি ফিরিয়ে দেওয়া হবে না বলে গত বুধবার সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে জানা গেছে, চারটি ফুটবল মাঠ থেকেও লম্বা জাহাজটি এশিয়া ও ইউরোপের মধ্যকার গুরুত্বপূর্ণ নৌপথটি আটকে ছিলো। এর কারণে প্রতিদিন মিসর ১২ থেকে ১৫ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে বলে খাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলেও এখানে ক্লিক করুণ।