টেকনিক শিখুন আর মেধাকে বিকাশিত করুন। কে না চায় নিজের মেধাকে বিকাশিত করতে। নামের প্রথম অক্ষর দিয়ে সহজেই জানতে পারি।
সে বিষয় চলুন তাহলে কিছু টেকনিক যেনেনি। কিভাবে অল্প সময়ের মধ্যে কিছু কিছু বিষয় নিজের আওতায় আনতে পারি এবং খুবদ্রুত মনে রাখতে পারি। এমন কিছু টেকনিক শিখে রাখি।
১) যেসব দেশের আইনসভার নাম মজলিশ-
→”মাইমা সৌদি যায়”
মা=মালয়েশিয়া, ই=ইরান, মা=মালদ্বীপ, সৌদি=সৌদিআরব।
(২) সার্কের ৮টি সদস্য দেশ-
→ “NIPA MBBS”
N=নেপাল, I=India, P=Pakistan, A=Afghanistan, M=Maldives, B=Bangladesh, B=Bhutan, S=Srilanka.
(৩) সমাজতন্ত্র চালু এমন ৩টি দেশের নাম-
→ “তুমি সমাজের কিবা চীন? উত্তর করিও”
কিবা=কিউবা, চীন=চীন, উত্তর করিও=উত্তর কোরিয়া।
(৪)যেসব দেশের জাতীয় পতাকায় দেশের নাম অাছে-
→ “নিপা এল”
নি=নিকারাগুয়া, পা=প্যারাগুয়ে, এল= এলসালভেদর।
(৫)জাতিসংঘে যে দেশগুলো চাঁদা দেয়না-
→ “নাটোকি সংলাপ”
না=নাউরু, টো=টোঙ্গা, কি=কিরিবাতি।
আরো পড়ুন: যেভাবে ফেসবুক থেকে আয় করবেন
প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল