ট্রু-কলারে নতুন ফিচার আইটি ডেস্ক :: জনপ্রিয় কলার আইডি অ্যাপ্লিকেশন ট্রু-কলার বিশ্বব্যাপী ৩টি ফিচার চালুর ঘোষণা দিয়েছে। গ্রুপ ভয়েস কল, স্মার্ট এসএমএস ও ইনবক্স ক্লিনার-এ তিনটি ফিচারের মাধ্যমে সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফিচারগুলোয় কি কি নতুন সুবিধা রয়েছে, তা নিয়ে বিস্তারিত লিখা রয়েছে-
স্মার্ট এসএমএস
ব্যবহারকারীদের কাছে আসা ৮০% মেসেজই স্প্যাম বলছে কলার আইডি অ্যাপ্লিকেশনটি। এসবের মধ্যে বেশিরভাগই বিভিন্ন বিপণন ও সরকারি দপ্তরের মেসেজ। অ্যালগরিদমের মাধ্যমে এ মেসেজগুলো আলাদা করতে হবে। স্মার্ট এসএমএস ফিচারের বিশেষত্ব হলো ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে। বর্তমানে এটি কেবল ভারত, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ায় চালু রয়েছে।
গ্রুপ ভয়েস কল
ট্রু-কলারের নতুন ফিচার চালু হলে গ্রুপ ভয়েস কলে কথা বলার সুবিধা পাওয়া যাবে। বর্তমানে গ্রুপে কথা বলার সুবিধা নেই। কলার আইডি অ্যাপ্লিকেশনটি বলেছে, নতুন ফিচার চালুর পর ব্যবহারকারীরা সর্বোচ্চ ৮ জন মিলে একটি গ্রুপ তৈরি করে সেখানে ভয়েস কল করতে পারবেন।
আরো পড়ুন: সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি
ইনবক্স ক্লিনার
ইনবক্স ক্লিনার নামে নতুন এ ফিচারটি ট্রু-কলারে শিগ্গির চালু করা হবে। চোখের পলকেই স্মার্টফোনের সব অব্যবহৃত মেসেজ সরিয়ে ফেলা সম্ভব হবে। নতুন ইনবক্স ক্লিনারের সাহায্যে কয়টি অব্যবহৃত মেসেজ আছে সেটিও জানা যাবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।