স্টাফ রিপোর্টার :: জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোজকুর বাংলাদেশ সফরে আসছেন আজ (মঙ্গলবার ২৫ মে)। চলমান বৈশ্বিক একাধিক বিষয়ে সংকট এবং সমাধান এই সফরে গুরুত্ব পাবে।
জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে বৈশ্বিক সমস্যা, বহুপক্ষীয় ব্যবস্থা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি একটি বক্তৃতা দেবেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।