দেশে করোনাভাইরাসে আরো ৫৮ মৃত্যু, শনাক্ত ৫৬৮৩

দুর্বা ডেস্ক :: করোনাভাইরাসে দেশে একদিনে আরো ৫৮ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৩৮ জন।

আজ (শনিবার) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ২৪ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৪৮টি নমুনা। এখন পর্যন্ত মোট ৪৭ লাখ ৫২ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের মৃত্যু সহ এখন পর্যন্ত মোট ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত মোট ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন সুস্থ হয়ে ফিরেছে।

একদিনে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

মৃত ৫৮ জনের মধ্যে ৩৮ জন পুরুষ আর ২০ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছে। এ পর্যন্ত মোট মারা যাওয়া ৯ হাজার ২১৩ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৯২৫ জন, নারী দুই হাজার ২৮৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে, মারা যাওয়া ৫৮ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।

গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এগুলো দেখুন

জন্ম নিয়ন্ত্রণ সঠিক পদ্ধতি কোনটি হওয়া উচিত?

জন্ম নিয়ন্ত্রণ সঠিক পদ্ধতি কোনটি হওয়া উচিত?

দুর্বা ডেস্ক: আজকে আমরা আলোচনা করব জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *