ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান বিনোদন ডেস্ক :: মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন অ্যানী খান। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় গত বছরের ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে শোবিজ থেকে বিদায় নেন তিনি। এরপর থেকে ইসলামী নিয়মকানুন অনুযায়ী জীবনযাপন শুরু করেন। এখনো সেভাবেই চলছেন তিনি।

তবে ২০২০ সালের মার্চ থেকে নতুন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন। অনলাইনে পোশাক ব্যবসা শুরু করেছেন। ‘অ্যানীস কালেকশন’ নামের সেই প্রতিষ্ঠানে বোরকা ও সালোয়ার কামিজ বিক্রি করছেন অ্যানী। শুরু থেকেই ক্রেতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে অ্যানী বলেন, ইবাদত ছাড়া আর কোনো কাজই করি না আমি। প্রচুর সময়ও আছে আমার হাতে। তাই অনেকটা খেয়ালের বসেই ব্যবসাটি শুরু করি। তবে শুরু থেকেই ক্রেতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছি। ঈদের পর ব্যবসার পরিধি বিস্তৃত করব। তখন আইটেমও বৃদ্ধির পরিকল্পনা আছে। এ জন্য সবার সহযোগিতা চাই।

অভিনয় জগতের সহকর্মীরা এখনও আমাকে নক করেন। অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু আমি সেইসব কাজ আর করতে চাই না। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। বাকি জীবনটাও যেন ইবাদত-বন্দেগি করে কাটিয়ে দিতে পারি, সেই আশাবাদ রাখছি।


আরো পড়ুন: এক বছরে গতি বেড়েছে ১.৮৪ এমবিপিএস


প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ মার্চ আল হারুনের পরিচালনায় ‘ইস্টিকুটুম’ নামের একটি ধারাবাহিক নাটকে সর্বশেষ শুটিং করেন অ্যানী খান।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

শ্রাবন্তীর নতুন প্রেম!

শ্রাবন্তীর নতুন প্রেম!

বিনোদন ডেস্ক :: টালিউড সেনসেশন শ্রাবন্তীর জীবনটাই আলোচনা-সমালোচনার। প্রেম-বিয়ে-বিচ্ছেদ যেন তার নিয়তি! এ পর্যন্ত তিনটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *