ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’

দুর্বা ডেস্ক :: বেশকিছুদিন ধরে প্রায় সব অঞ্চলেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে উঠছে। ফলে চলতি সপ্তাহের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। যা এই সপ্তাহেই সুন্দরবনে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’।

আলিপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৩-২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর প্রতিবেদন থেকে জানা গেছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে।

আম্ফানের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে তছনছ করে দিতে পারে এই সুপার সাইক্লোন। আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন। আবহাওয়াবিদদের মতে জলবায়ু সংকটের প্রভাবেই বিশ্বজুড়ে আবহাওয়ার এমন বিরূপ প্রতিক্রিয়া।

তবে শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর গতকাল (মঙ্গলবার ১৮ মে) বৃষ্টি হতে পারে ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে বাংলাদেশেও এর প্রভাব পরতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

আপনি কি নতুন নতুন সব বিষয় সম্পর্কে জানতে ইচ্চুক? তাহলে এখনি এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

ধীরে ধীরে খুলছে সরকারি চাকরির নিয়োগজট

স্টাফ রিপোর্টার :: করোনা নিয়ন্ত্রণে আসায় ধীরে খুলছে বিভিন্ন স্তরের সরকারি চাকরির নিয়োগজট। আগে থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *