বিনোদন ডেস্ক :: সম্প্রতি মুম্বাইয়ে বিলাসবহুল এক ফ্ল্যাট নিয়েছেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। যার দাম প্রায় ১৮ কোটি টাকা। অভিনেত্রীর ফ্ল্যাটের আকার ৩ হাজার ৯৬৭ বর্গমিটার। যেখানে রয়েছে ৫টি শোবার ঘর, ১টি হলরুম ও বিশাল রান্না ঘর। এছাড়াও বাসার নিচে আছে পার্কিংয়ের জন্য একটি নয়, দুটি নয়, তিনটি জায়গা। নতুন ঠিকানায় ঘর সাজাচ্ছেন সানি লিওন।
আরো পড়ুণ: যুক্তরাষ্ট্রে আবারো কৃষ্ণাঙ্গ হত্যা!
আরো পড়ুণ: আমার স্বপ্ন আমাদের ভবিষ্যৎ – কিশোর চন্দ্র বালা
আরো পড়ুণ: আমরা কি মানুষ – নুর আতিকুন নেছা
আরো পড়ুণ: গণমাধ্যম সপ্তাহ’র দাবিতে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র স্মারকলিপি প্রদান
২০২০ সালে কোভিড-১৯ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন সানি লিওন। সবকিছু ঠিক হলে দেশে আসেন তিনি। এরপরই ব্যস্ত হয়ে যান তার শুটিংয়ে কাজে। চলতি সময়ে সানি লিওন ব্যস্ত রিয়েলিটি শো ‘স্পিল্টসভিলা’র ১৩তম আসরের শুটিংয় নিয়ে। এছাড়াও তিনি ওয়েব সিরিজ ‘অনামিকা’ নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে। এটি পরিচালনা করছে বিক্রম ভাট।
উল্লেখ্য, ১০ বছর পেরিয়ে গেল সানি লিওন ও ড্যানিয়েলের দাম্পত্য। তাদের ১৩ বছরের সম্পর্ক। বিশেষ এই দিনটি উদযাপনে কমতি রাখেননি সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। শুধু পোস্ট করে ভালোবাসা জানালেন না। উপহার দিলেন হীরার হার।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলেও এখানে ক্লিক করুণ।