দুর্বা ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় বন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ১ দিনের জন্য বন্ধ।
গত শুক্রবার রাতে বন্ধের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।
তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বিধানসভায় ভোটগ্রহণ আজ (শনিবার)। এ উপলক্ষে ভারত-বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে শনিবার একদিনের জন্য বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত, বাংলাদেশসহ ৩ দেশের মধ্যে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে আগামী রোববার সকাল থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।