স্টাফ রিপোর্টার :: ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তফসিলি ব্যাংকের শাখা বা ডাকঘর থেকে এখন থেকে কেনা যাবে না। এটা এখন থেকে শুধু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় ব্যুরো থেকে কেনা যাবে।
গতকাল (মঙ্গলবার ১৮ মে) আইআরডি এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক আদেশে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছেন। এই আদেশ জারির দিন থেকেই নতুন এ আদেশ কার্যকর করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭ এর বিধি ৫ এর উপবিধি ৫ ও ৬ অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে উক্ত বিধিমালার বিধি-৩ এ যাই থাকুক না কেন ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ শুধু মাত্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন ‘সঞ্চয় ব্যুরো’ কর্তৃক পরিচালিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
ইহা জারির তারিখ থেকে কার্যকর হইবে। জানা গেছে, কোনো বিনিয়োগকারী আজ (বুধবার ১৯ মে) থেকে যদি ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে চান তাহলে শুধু সঞ্চয় অধিদপ্তরের শাখা অফিসগুলোতে যেতে হবে। সারাদেশে বর্তমানে ৭০ টির বেশি এমন সঞ্চয় ব্যুরো আছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।