প্রাকৃতিক উপায় ঘর ঠান্ডা রাখুন

প্রাকৃতিক উপায় ঘর ঠান্ডা রাখুন গ্রীষ্মের প্রখর রোদে প্রায় অতিষ্ঠ জনজীবন। বাইরে যেমন গরম, তেমনি ঘরেও মিলছে না শান্তি। ঘরের মধ্যেও প্রচণ্ড গরম। এখন স্বস্তি খুঁজতে হচ্ছে এয়ারকুলার বা ফ্যানের বাতাসেই। তবে এই সাময়িকভাবে ঠান্ডা হওয়াতে শারীরিক বেশ কিছু জটিলতাও বেড়েছে। তাই আমরা প্রয়োজন প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখা। যাতে ঘর ঢুকলেই আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়।

আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য গাছ রাখতে পারি শোবার ও বসার ঘরে অথবা খাবার টেবিলের ওপর, আবার রান্না ঘর বা বাথরুমেরও। যা ঘরের তাপমাত্রাকে স্বাভাবিক রাখবে এবং আমাদের প্রশান্তি দিবে। অন্যদিকে সৌন্দর্যবৃদ্ধির সাথে কমিয়ে দিবে যান্ত্রিকতাও।

আসুন আজ আমরা টিম লিসোনারির মাধ্যমে জেনে নেই এমন কিছু গাছ সম্পর্কে যা এই গরমে প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখবে।

 

অর্কিড

অসম্ভব সুন্দর একটা ফুল। খুবই উপকারী এই গাছটা। বিছানার পাশে রেখে দেওয়া যায় খুব সহজে। অক্সিজেন ছেড়ে ঘরটাকে শান্তিতে ভরিয়ে দেবে । এছাড়াও জাইলেনে নামের এক ধরনের উপাদান নিঃসৃত করে। সতেজ করে দেয় ঘরকে। শ্বাস নিতে অনেক শান্তি মেলে।

স্নেক প্লান্ট

স্নেক প্লান্ট গাছটা দেখতে অনেকটা অ্যালোভেরার মতোই। এটা নিয়মিত শুষে নেয় কার্বন ডাই অক্সাইড। তাই নিশ্চিতে ঘরের শীতলতার জন্য রাখতে পারেন যে কোন জায়গায়।

অ্যালোভেরা গাছ

ঔষধি এক গাছ অ্যালোভেরা, যা বায়ুর গুণগত মান বৃদ্ধি করে। বিজ্ঞানীরা বলেন, এই গাছ নাকি অক্সিজেন ছাড়ে রাতে। এই গাছটি ভূমিকা রাখে ঘরের তারপমাত্রা নিয়ন্ত্রণে। আবার অক্সিজেনের মাত্রাও বাড়িয়ে দেয় যা ফলে ঘর ঠান্ডা থাকে সারাক্ষণ।

পিপল গাছ

ঘরের বারান্দা অনায়াসে টিকে যায় পিপল গাছ। বেশ অক্সিজেনও ছাড়ে। দারুণ উপকারি ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য আর অ্যাজমার জন্যেও।


আরো পড়ুন: ঔষধি গুনে ভরপুর গাছের নাম হাতিশুঁড়
আরো পড়ুন: বাকপ্রতিবন্ধী হয়েও সমাজে আলো ছড়াচ্ছে তামান্না!


এরিকা পাম

এই গাছের পাতা দেখতে একদম সুপারিগাছের মতো। প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এই গাছ। এতে অনায়াসেই ঘরের তাপমাত্রা কমে। শুধু তা-ই না, খুব সহজেই যত্ন নেয়া যায় এই গাছের।

রাবার গাছ

সুন্দর ইনডোর প্ল্যান্ট রাবার গাছ হতে পারে । দেখতে বেশ খুব সুন্দর লাগে ড্রইং রুমের যেকোনো কোনায় রাখলে । তবে অন্যান্য ইনডোর প্লান্টগুরোর তুলনায় এই গাছের আকারে একটু বড় । প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে চাইলৈ এই গাছ বাড়িতে রাখুন। আকারে বড় হলেও এই গাছের যত্ন নেওয়াও খুবই সহজ।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

দ্রুত ওজন কমানোর উপায় Weight loss tips

দ্রুত ওজন কমানোর উপায় || Weight loss tips

দুর্বা ডেস্ক : আপনাদেরকে সঠিক কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কোন গুলো মেনে চললে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *