স্টাফ রিপোর্টার :: ফকির আলমগীরের গণসংগীতের মহীরুহ ছিলেন, তাঁর এই চলে যাওয়া আমাদের সংস্কৃতি অঙ্গণকে অভিভাবকশূণ্য করে গেলো।
২৪ জুলাই কিংবদন্তি গণসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে উপরোক্ত কথা উল্লেখ করেন নেতৃবৃন্দ।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি, ভাইস চেয়ারম্যান নূরুল হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ফকির আলমগীরের রাজনৈতিক গানগুলো লোভ মোহহীন নিরন্তর প্রেরণার বাতিঘর হয়ে থাকবে সততা-আদর্শের রাজনীতিকদের কাছে।
আরো পড়ুন: ই-কমার্স এবং উদ্যোক্তা
উল্লেখ্য বরেণ্য এই গুণি নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর লেখা গানেও কন্ঠ দিয়েছেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।