ফেরি চলাচল স্বাভাবিক, তবে বন্ধ লঞ্চ

স্টাফ রিপোর্টার :: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। প্রবাহিত হয়েছে বহু গ্রাম। এরপরও এখন পর্যন্ত স্বাভাবিক আছে দৌলতদিয়া-মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া নৌপথের ফেরি চলাচল।

তবে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফিরোজ শেখ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঝোড়ো বাতাসের কারণে নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চালু রাখা হয়েছে।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব স্টাফ রিপোর্টার :: ইউরোপ-অষ্ট্রেলিয়ার পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *