বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

দুর্বা ডেস্ক :: অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোসফটের এক সময়ের বিখ্যাত ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। ২০২২ সাল থেকে এই ওয়েব ব্রাউজারটি ব্যবহার করতে পারবে না সাধারণ ব্যবহারকারীরা।

মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন।

মাইক্রোসফট এজের কর্মসূচি ব্যবস্থাপক শন লিন্ডারসে এক বিবৃতিতে বলেন, উইন্ডোজ ১০-এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ হলো মাইক্রোসফট এজ। উইন্ডোজ ১০-এর কিছু সংস্করণে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেয়া হবে ২০২২ সালের ১৫ জুন।

ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে এক সময় মানুষের ভরসা ছিল এক্সপ্লোরার। অনেকের অনেক স্মৃতিও আছে। তবে এখন ক্রোম-ফায়ারফক্স ব্রাউজার ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের তেমন কোনো কাজ নেই। সে কারণেই এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথম তৈরি হয় মাইক্রোসফট এজ। তখন থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

ইন্টারনেট ছাড়া ইউটিউব দেখবেন যেভাবে

ইন্টারনেট ছাড়া ইউটিউব দেখবেন যেভাবে

জেনে নিন ইন্টারনেট ছাড়া ইউটিউব দেখবেন যেভাবে। আসুন এ বিষয়ে আলোচনা করে আজকে বিস্তারিত জেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *