বরিশাল বিশ্ববিদ্যালয়ে স-শরীরে পরীক্ষা স্থগিত

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ জুন) থেকে সশরীরে সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছেন কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও ভাইভা চলমান থাকবে।

আজ (শনিবার ২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা ও সকল বিভাগীয় চেয়ারম্যানের অংশগ্রহণে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছেন সরকার। এ কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স-শরীরে উপস্থিত হয়ে সকল পরীক্ষা স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আরো পড়ুন: মঠবা‌ড়িয়া পৌর শহরের লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন


কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে ফের স-শরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও ভাইভা চলমান থাকবে। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রক্টর।

আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *