বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশসহ কোভিড-১৯ এর প্রকোপ বেশি এমন ৫ দেশের নাগরিকদের বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। আজ (সোমবার ২৪ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ- এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এই তালিকায় বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল আছে।

খবরে বলা হয়েছে, বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে এসব দেশ থেকে বাহরাইনের নাগরিক ও বাসিন্দা সেখানে যেতে হলে কোভিড-১৯ পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট থাকতে হবে। আর বাহরাইনে পৌঁছানো পর কোয়ারেন্টাইনে থাকতে হবে ১০ দিন।

নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। বিভিন্ন দেশ থেকে যারাই বাহরাইনে যাচ্ছে, তাদের সবার ক্ষেত্রেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

জেনে নিন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়। একবিংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *