স্পোর্টস ডেস্ক :: ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে টাইগার ওপেনার তামিম ইকবালের ফিফটিতে বড় সংগ্রহের দিকে এগাচ্ছে বাংলাদেশ। তামিমের সঙ্গে রয়েছেন নাজমুল হাসান শান্ত। তিনি অপরাজিত আছেন ৪৪ রানে।
এই রিপোর্ট লেখা বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২২ রান। তামিম ব্যাট করছে ৭৩ রানে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে কিছুটা বিচলিত ছিল টাইগার শিবির। কিন্তু দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
এদিকে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছে তামিম ইকবাল। তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।