নাটোর প্রতিনিধি :: নাটোরে বাস দুর্ঘটনায় আসিদ কর্মকার নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। আজ (শনিবার ৮ মে) সকাল পৌনে ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কে শহরের হাজরা নাটোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিদ সিংড়া উপজেলার হাতিয়ানদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি নাটোরের পটুয়াপাড়া মহল্লার অনিল কর্মকারের ছেলে।
পুলিশ জানায়, আজ (শনিবার ৮ মে) সকাল পৌনে ৭টায় একটি যাত্রীবাহী বাস হাজারা নাটোর এলাকায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের নিচে উল্টে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই আসিদ কর্মকার নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন বলেন, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।