বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি দুর্বা ডেস্ক :: বিসিএস ক্যাডার হওয়া কার না পছন্দ। সরকারি চাকরির এই সোনার হরিণ ধরতে বহু সাধনা করতে হয়। ক্যাডার হওয়ার স্বপ্ন দেখলে প্রস্তুতিটা নিতে হবে নিখুঁত। যেসব চাকরিপ্রার্থী ইতোমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছেন, তাদের জন্য বিজ্ঞান বিষয়ে কিছু বহুনির্বচনী প্রশ্ন দেয়া হলো, যেগুলো সরকারি বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে।
১। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম—
ক) ল্যাকটোমিটার খ) ট্যাকটোমিটার
গ) ফ্যাকটোমিটার ঘ) র্যাকটোমিটার
২। কাঠ-পেন্সিলের শিষ কী দিয়ে তৈরি হয়?
ক) গ্রাফাইট খ) কার্বন
গ) কাঠ-কয়লা ঘ) ম্যাঙ্গানিজ
৩। RNA-এর পূর্ণরূপ কি?
ক) Random Nucleic Acid
খ) Rapid Nucleic Acid
গ) Ribonucleic Acid
ঘ) Ripen Nucleic Acid
৪। আইনস্টাইনের জন্ম তারিখ কোনটি?
ক) ১৪ এপ্রিল ১৭৮৯ খ) ১৪ এপ্রিল ১৮৭৯
গ) ১৪ মার্চ ১৮৭৯ ঘ) ১৪ মার্চ ১৭৮৯
৫। সূর্যে শক্তি উৎপন্ন হয়-
ক) রাসায়নিক বিক্রিয়ার ফলে
খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ) তেজস্ক্রিয়তার ফলে
ঘ) পরমাণুর ফিশন পদ্ধতিতে
৬। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
ক) ফিশন খ) মেসন
গ) ফিউশন ঘ) ফিউশন ও মেসন
৭। পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
ক) আইনস্টাইন খ) ওপেনহাইমার
গ) অটোহান ঘ) রোজেনবার্গ
৮। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
ক) সোডিয়াম খ) পটাশিয়াম
গ) ম্যাগনেসিয়াম ঘ) কোনোটিই নয়
৯। কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়?
ক) চারটি খ) তিনটি
গ) পাঁচটি ঘ) দুইটি
১০। কোনটি এন্টিবায়োটিক?
ক) ইনসুলিন খ) পেপসিন
গ) পেনিসিলিন ঘ) ইথিলিন
১১। প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
ক) জুওলজি খ) বায়োলজি
গ) ইভোলিউশন ঘ) জেনেটিক্স
১২। কমলায় কোন এসিড পাওয়া যায়?
ক) সাইট্রিক খ) নাইট্রিক অ্যাসিড
গ) এসকরবিক অ্যাসিড ঘ) অ্যামাইনো অ্যাসিড
১৩। ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
ক) ওয়াটসন খ) ক্রিক
গ) উইলিয়াম হার্ভে ঘ) ওয়াটসন ও ক্রিক
১৪। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৫। জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক কে?
ক) লুই পাস্তুর খ) হরগোবিন্দ খোরানা
গ) গ্রেগর জোহান মেন্ডেল ঘ) ডারউইন
১৬। একটি ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়
ক) রেজিস্টেন্স হিসাবে খ) ক্যাপাসিটর হিসাবে
গ) ট্রান্সফরমার হিসাবে ঘ) রেক্টিফায়ার হিসাবে
১৭। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলে—-
ক) ট্রান্সফরমার খ) বৈদ্যুতিক মোটর
গ) ডায়োড ঘ) ডায়নামো
১৮। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
ক) শংকর খ) সংকর
গ) তামা ঘ) টাংস্টেন
আরো পড়ুন: লাইসিয়াম কোচিং ও ব্রাইট একাডেমির অবৈধ কোচিংবাণিজ্য রমরমা
১৯। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কী গ্যাস ব্যবহার করা হয়?
ক) হিলিয়াম খ) অক্সিজেন
গ) নিয়ন ঘ) নাইট্রোজেন
২০। বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন ধরনের তার ব্যবহার করা হয়?
ক) তামার তার খ) টাংস্টেন তার
গ) নাইক্রোম তার ঘ) সিসার তার
উত্তর : ১। খ ২। ক ৩। গ ৪। গ ৫। খ ৬। ক ৭। খ ৮। ক ৯। খ ১০। গ ১১। ঘ ১২। গ ১৩। ঘ ১৪। খ ১৫। গ ১৬। ঘ ১৭। ঘ ১৮। ঘ ১৯। ঘ ২০। গ
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।