স্টাফ রিপোর্টার :: ঈদ শেষে কর্মস্থলে ফিরতে দৌলতদিয়ায় যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে আজও (মঙ্গলবার ১৮ মে) । লঞ্চ চলাচল বন্ধ থাকায় প্রতিটি ফেরিতে গাদাগাদি ভিড় করে পার হতে দেখা যায় কর্মস্থলমুখী মানুষের। তবে কোভিড-১৯ সংক্রমণের ভয় কারো মধ্যেই দেখা যায়নি।
গণ পরিবহন না থাকায় দূর-দূরান্তের যাত্রীরা বার বার যানবাহন পরিবর্তনে তাদের অতিরিক্ত ভাড়ার বেশি খরচ হয়েছে। ছোট ছোট যানবাহনে গন্তব্যে পৌছাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।
এদিকে লঞ্চ চলাচল বন্ধের কারণে ফেরিতে যাত্রী চাপ বেশি হচ্ছে প্রতিনিয়ত। তারপরও বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে পেরে তাদের আনন্দটা ছিল ভিন্ন। এখন কাজের তাগিদে তারা কর্মস্থলে ফিরছেন, কর্মে যোগ দিতে তাদের এ ছুটে চলা প্রতিদিনই অব্যাহত রয়েছে।
যাত্রীরা বলেন, ছুটি শেষ হওয়ায় তারা কর্মে যোগ দিতে ঢাকায় যাচ্ছে। তবে ছুটি কম থাকায় কাজে ফিরতে হচ্ছে দ্রুত। গণ পরিবহন না থাকায় পরিবার ও বাচ্চাদের নিয়ে রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাড়াও লাগছে বেশি।
তবে ব্যক্তিগত যানবাহন যাদের আছে তারা একটু স্বস্তিতে পৌঁছাতে পারছেন গন্তব্যে। সাধারণ মানুষ ছোট ছোট যানবাহনে রোদ বৃষ্টি মাথায় নিয়ে চরম ভোগান্তিতে যাচ্ছেন কর্মস্থলে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারে সচল রয়েছে। বর্তমানে যানবাহনের চাপ কম রয়েছে চাপ বেশি যাত্রীদের।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।