ভারতে গত ২৪ ঘন্টায় ৮১৭ মৃত্যু, শনাক্ত ৪৫৯৫১

ভারতে গত ২৪ ঘন্টায় ৮১৭ মৃত্যু, শনাক্ত ৪৫৯৫১ আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে আবার বাড়ল দৈনিক কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। ৩ মাসেরও বেশি সময় পর গতকাল (মঙ্গলবার ২৯ জুন) তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে, দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৪৫৪ জনে।

সংক্রমণ বাড়লেও গত একদিনে দেশটির মৃত্যু একটু কমে ৯০০-এর নীচে নেমেছে। ১৩ এপ্রিলের পর প্রথমবার দৈনিক মৃত্যু ৯০০-এর নীচে নামল। গত একদিনে দেশটির কোভিডে প্রাণ কেড়েছে ৮১৭ জন রোগীর। গোটা অতিমারি পর্বে কোভিডে প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জনের।


আরো পড়ুন: স্মার্টফোনেই করা যাবে কোভিড পরীক্ষা


সংক্রমণ একটু বাড়লেও নিয়ন্ত্রণেই আছে সংক্রমণের হার। গত একদিনে তা রয়েছে আড়াই শতাংশের কম। তবে দেশটির সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত আছে। কমতে কমতে তা সাড়ে ৫ লক্ষের নীচে নেমেছে। দেশটির এখন সক্রিয় রোগী রয়েছে ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

মা'সিকের কতদিন পর স'হবাস করলে খুব দ্রুত বাচ্চা হয়

মা’সিকের কতদিন পর স’হবাস করলে খুব দ্রুত বাচ্চা হয়

অনেক নারী টাইম বুঝে উঠতে পারেন না যে মা’সিকের পরে ঠিক কোন দিন ঘুরতে গিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *