বিনোদন ডেস্ক :: এবারের পহেলা বৈশাখকে ঘিরে নির্মিত হয়েছে ভালোবাসার নাটক ‘টোনাটুনির ভালোবাসা’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তাহসান খান ও তানজিন তিশা।
আরো দেখুণ: মস্তিষ্ক এবং আমি – মো: মাহফুজ রায়হান
আরো দেখুণ: মানবতা – সুমাইয়া শাহরীন
আরো পড়ুণ: খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুলাদীতে যুবদলের দোয়া মোনাজাত
আরো পড়ুণ: লকডাউনে চলবে ভার্চুয়ালি আদালত
গল্পে দেখা যাবে, আবির পায়ে ফ্র্যাকচার নিয়ে ঘরে বসে আছে। আর যেন ঘরে মন টেকে না। কিন্তু তার স্ত্রী কুয়াশা কোনোভাবেই ডাক্তারের কথা মতো ৩ মাস রেস্ট ছাড়া তাকে ছাড়বে না। শেষ কয়টা দিন স্বামীকে ঘরে আটকানোর জন্য কুয়াশা আরও কঠিন হয়। আর তারা কীভাবে চলবে, সেটার একটা লিস্ট করে। কুয়াশা বুদ্ধি বের করে তাকে আটকানোর। চেষ্টা করে, একটা গেম খেলে আবিরকে ব্যস্ত রাখার। আর গেইমে তাদের ব্যক্তিগত জীবনের জটিলতা বের হয়ে আসে। তাদের জীবনের মোড় শুরু হয় এখান থেকেই।
নির্মাতা জানান, মূলত বৈশাখকে কেন্দ্র করেই এটি নির্মিত। আগামী ১৪ এপ্রিল আরটিভিতে রাত ১০টায় নাটকটি প্রচার হবে।
যুক্ত হোন আমাদের ইউিটউব চ্যানেলেও এখানে ক্লিক করুণ।