বিনোদন ডেস্ক :: পহেলা বৈশাখটা এবার ভালো যায়নি জয়া আহসানের। নিজের ফেসবুকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছে। সেখানে তিনি বলেন, ‘গত নববর্ষে আমাদের প্রত্যাশা ছিল এই নববর্ষে খুব আনন্দ হবে। কিন্তু দুঃসময় তবু চলছে। নববর্ষ আবার আমাদের বলতে এসেছে যে আমরা একসাথে সবাই মিলে এই দুঃসময় পার করব। আর দুঃসময়টা পারি দিতে পারি বলেই আমরা মানুষ। শুভ নববর্ষ।’
কোভিড-১৯ আক্রান্ত হয়ে সুরকার ফরিদ আহমেদ মারা গেলো। সম্পর্কে তিনি জয়া আহসানের মামা হন। সকাল থেকে সেখানেই ছিলো তিনি। সেখান থেকে ফিরে এসে কিছুই ভালো লাগছে না তার। তিনি বলেন, ‘সকাল থেকে আমার মামা ফরিদ আহমেদের ওখানে ছিলাম। আগে তো শুনতাম, অমুক আক্রান্ত হয়েছে, তমুক আক্রান্ত হয়েছে। এখন নিজের পরিবারের সদস্যরা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কিছুতেই মন টানছে না। অনলাইনে কিছু মিটিং সারতে হচ্ছে। তবে সেগুলো একেবারেই শরীরের শক্তিতে, শরীরকে জোর করে বসিয়ে।’
এ বছর প্রথমবারের মতো বাংলাদেশে পয়লা বৈশাখ উপলক্ষে ফেসবুক একটি বিশেষ অগমেন্টেড রিয়ালিটি ইফেক্ট তৈরি করেছে। জয়া ভিডিওতে সেটি ব্যবহার করেছেন। তাতে এই অভিনেত্রীর নিজের কাছে মনে হয়েছে, সবার সঙ্গেই যেন মঙ্গল শোভাযাত্রায় বেরিয়েছেন। শখ করে আলপনা এঁকেছেন গালে। করোনা থেকে বাঁচতে মুখে আবার মাস্কও পরেছেন! আরেকটি পোস্টে নীল শাড়ি পরে নববর্ষের বেশে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক। প্রশান্তিময় হোক জীবন।’