মমতা লড়বেন ভবানীপুরের উপনির্বাচনে

আন্তর্জাতিক ডেস্ক :: এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই উপনির্বাচনে লড়বে। ঐ কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেছে। দলনেত্রীর জন্য নিজের আসন ছেড়ে দিলেন তৃণমূলের দীর্ঘদিনের এই নেতা।

আজ (শুক্রবার ২১ মে) দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন শোভনদেব। এরপর তিনি জানান, দলনেত্রীর জন্যই তিনি আসনটা খালি করছে। সদ্যসমাপ্ত নির্বাচনে ভবানীপুর থেকে বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছিলো শোভনদেব।

মমতা এবার সামান্য ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছে। তার একদা লেফটানান্ট শুভেন্দু অধিকারীর কাছে। নিয়মানুযায়ী, ৬ মাসের মধ্যে তাকে কোনো আসন থেকে জিতে আসতে হবে। সেই প্রক্রিয়াই শুরু করলেন মমতা। এবার নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে উপনির্বাচনের দিন ঘোষণা করবে। প্রার্থী মারা যাওয়ার কারণে রাজ্যের আরও দুইটি আসনেও উপনির্বাচন হবে।

শোভনদেবই পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রথম বিধায়ক। তৃণমূল গঠিত হওয়ার পর ১৯৯৮ সালে রাসবিহারী কেন্দ্রের উপনির্বাচনে তিনি জিতেছিলেন।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

জেনে নিন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়। একবিংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *