মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় দুর্বা ডেস্ক :: চলছে বর্ষাকাল, ফলে বেড়েছে মশার উপদ্রব। মশার কামড়ে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ। এক নজরে দেখে নিন মশা তাড়ানোর প্রাকৃতিক কিছু উপায়-
-আপনার শোবার ঘরের বাইরে জানালার পাশে যদি তুলসি গাছ লাগান তাহলে ঘরে আর মশা ঢুকবে না এবং ঘুম হবে শান্তির।
-মশার উপদ্রব কমাতে অসাধারণ কাজ করে নিমের তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারিকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।
-মশা দূর করতে ওষুধের মূল উপাদান কর্পূর ব্যবহার করুন।
-মশার উপদ্রব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রসুন। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে রাখুন। এবার সেই পানি ঘরে ছিটিয়ে দিন। মশা দূরে থাকবে।
আরো পড়ুন: ক্যানসার রোগ থেকে বাচতে খেতে হবে ড্রাই ফ্রুটস
-মশা তাড়ানোর জন্য লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ শরীরে লাগালে মশা আর কামড়াবে না, সেই সাথে অন্যান্য সংক্রমণ থেকে মুক্তি পাবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।