মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়

মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় দুর্বা ডেস্ক :: চলছে বর্ষাকাল, ফলে বেড়েছে মশার উপদ্রব। মশার কামড়ে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ। এক নজরে দেখে নিন মশা তাড়ানোর প্রাকৃতিক কিছু উপায়-

-আপনার শোবার ঘরের বাইরে জানালার পাশে যদি তুলসি গাছ লাগান তাহলে ঘরে আর মশা ঢুকবে না এবং ঘুম হবে শান্তির।

-মশার উপদ্রব কমাতে অসাধারণ কাজ করে নিমের তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারিকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।

-মশা দূর করতে ওষুধের মূল উপাদান কর্পূর ব্যবহার করুন।

-মশার উপদ্রব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রসুন। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে রাখুন। এবার সেই পানি ঘরে ছিটিয়ে দিন। মশা দূরে থাকবে।


আরো পড়ুন: ক্যানসার রোগ থেকে বাচতে খেতে হবে ড্রাই ফ্রুটস


-মশা তাড়ানোর জন্য লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ শরীরে লাগালে মশা আর কামড়াবে না, সেই সাথে অন্যান্য সংক্রমণ থেকে মুক্তি পাবেন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

প্রতারণার ফাঁদ ডেটিং অ্যাপস

প্রতারণার ফাঁদ ডেটিং অ্যাপস

প্রতারণার ফাঁদ ডেটিং অ্যাপস । ট্যানট্যান, মামবা ও টিনডারসহ অন্তত ১৫টি ডেটিং অ্যাপসের সন্ধান পেয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *