মহামারিতে ১৫৪ চিকিৎসকের মৃত্যু

দুর্বা ডেস্ক :: কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৫৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। কোবিড-১৯তে মোট আক্রান্ত হয়েছে ২৯১১ জন চিকিৎসক।

প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির তথ্যসূত্র জানায়, গত মঙ্গলবার (২৭এপ্রিল) পর্যন্ত সারাদেশে কোভিড আক্রান্ত হয়ে, কোভিড উপসর্গ নিয়ে মোট ২০০ জন চিকিৎসক মারা গেছে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের পরিসংখ্যানে দেখা গেছে, শুধু ২০২০ সালের জুন মাসে মারা গেছে ৪৫ জন চিকিৎসক। যার মধ্যে ৪ জুন ১ দিনেই ৫ জন চিকিৎসক মারা যান। যেটা ছিল ১ দিনে সর্বোচ্চসংখ্যক চিকিৎসকের মৃত্যুর ঘটনা।

কোভিড আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ এপ্রিল মারা যান সিলেট এমজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমেদ; তিনিই দেশে প্রথম কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসক।

এছাড়া চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ৯ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ১ মাস ১৯ দিনে মারা গেছে ২২ জন চিকিৎসক।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

মা'সিকের কতদিন পর স'হবাস করলে খুব দ্রুত বাচ্চা হয়

মা’সিকের কতদিন পর স’হবাস করলে খুব দ্রুত বাচ্চা হয়

অনেক নারী টাইম বুঝে উঠতে পারেন না যে মা’সিকের পরে ঠিক কোন দিন ঘুরতে গিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *