মুখের ব্রণ-দাগ দূর করবে পুদিনা পাতা দুর্বা ডেস্ক :: নানা অনিয়মের কারণে মুখে ব্রণ হয়ে থাকে। খাবারের অনিয়ম, অনিদ্রা ও দুশ্চিন্তার কারণে কমবেশি সবারই এ সমস্যাটা হয়ে থাকে। যদিও কিশোর-কিশোরীরা এ সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ব্রণ সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে পুদিনা পাতা।
জেনে নেয়া যাক কিভাবে মুখের ব্রণ-দাগ দূর করবে পুদিনা পাতা
প্রথমত যেকোনো পাত্রে দুই কাপ পানি নিন। এরপর একমুঠো পুদিনা পাতা পানিতে দিন। পাঁচ মিনিট চুলায় মৃদু আঁচে রাখুন। চুলা থেকে নামানোর পর পুদিনা চা তৈরি করুন। ঠাণ্ডার রোগীর জন্য মধু ও লেবুর রস মেশাতে পারেন। রাতে ঘুমানোর আগে এটি পান করুন।
ব্রণের দাগ দূর করতে যা করবেন
১. পুদিনা পাতার রস নিন।
২. রাতে ঘুমানোর আগে সেই রসের সাথে তুলা ভিজিয়ে ব্রণের দাগের ওপর একাধিকবার ঘঁষুন।
৩. সারারাত এভাবেই রেখে দিন। এরপর সকাল বেলায় মুখ ধুয়ে ফেলুন।
পুদিনা পাতা ত্বকে ব্যবহারের সুফল
১. পুদিনা পাতায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। যা ব্রণ হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে।
২. ব্রণের পাশাপাশি ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করে পুদিনা পাতা।
আরো পড়ুন: আভাসের দুর্নীতি ঢাকার অডিও রেকর্ড ফাঁস!সাংবাদিকদের দেড় লাখ
৩. পুদিনার রস লোমকূপে জমে থাকা ময়লা দূর করে।
৪. ত্বককে আকর্ষণীয় করে তোলে এটি।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।