স্টাফ রিপোর্টার :: রাজধানীর বংশালে এক রিকশাচালকে মারধর করার অভিযোগে সুলতান আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ (বুধবার ৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে সাধারণ ডাইরি অনুযায়ী ঐ আসামিকে হাজির করা হয়।
ঐ ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন বংশাল থানার উপ-পরিদর্শক মো. আলী রেজা মামুন।
এরপর আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল (মঙ্গলবার ৪ মে) দুপুর দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে চর থাপ্পড় মারছে এমন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায়, নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারালে পাশ থেকে লোকজন এগিয়ে আসে। আশপাশের মানুষ এসে নির্যাতনকারী ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকে ভাইরাল ভিডিও দেখে ঐ ব্যক্তিকে আটক করে পুলিশ। ঐ লোককে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বংশাল এলাকার বাড়িওয়ালা এবং প্রভাবশালী।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।