জেনে নিন কিভাবে তৈরি করবেন চিকেন স্টু । মুরগির মাংস দিয়ে কতজনই না কত পদ তৈরি করেন। তবে স্বাস্থ্য সচেতনরা সব খাবারই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করেন। তেমনই এক পদ হলো চিকেন স্টু।বিভিন্ন তারকা থেকে শুরু করে ফিটনেসপ্রেমীদের পছন্দের এক খাবার এটি। আপনিও যদি ওজন কমানোর রেসে দৌড়ান, তাহলে ডায়েটে স্বাস্থ্যকর এই খাবার রাখতে পারেন। জেনে নিন তৈরির সহজ রেসিপি-
- আরো পড়ুন: বেলের শরবত তৈরির পদ্ধতি
- আরো পড়ুন: রেসিপি: নারকেল দুধে কাতলা
- আরো পড়ুন: ত্বক ও চুলের সৌন্দর্য বাড়বে যে ১০ খাবার
উপকরণ
১. মুরগির মাংস ৫০০ গ্রাম
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. আদা বাটা ১ টেবিল চামচ
৪. রসুন বাটা ২ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৬. টমেটো কুচি আধা কাপ
৭. নারকেলের দুধ ১ কাপ
৮. লবণ স্বাদমতো
৯. গোলমরিচ ১ চা চামচ ও
১০. তেল ২ টেবিল চামচ।
- আরো পড়ুন: লাল মাংসে কি কোলন ক্যান্সার হয়?
- আরো পড়ুন: লাল মাংস কেন খাবেন
- আরো পড়ুন: বাদাম কাঁচা না ভাজা কোনটি বেশি স্বাস্থ্যকর?
পদ্ধতি
প্রথমে মাংসে লবণ ও গোলমরিচ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর আদা, রসুন বাটা ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা থেকে তেল উঠে আসলে মাংস দিয়ে নাড়াচড়া করুন। স্বাদমতো লবণ দিন।
এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে ১০ মিনিট ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নারকেলের দুধ মিশিয়ে দিন। ঝোল শুকিয়ে গেলে একটু পানি মিশিয়ে দিন। তারপর গোলমরিচের গুঁড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। গরম গরম ভাত কিংবা রুটির সাথে দারুন মানিয়ে যায় চিকেন স্টু! চাইলে স্যুপের মতোও খেতে পারেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।