জেনে নিন কিভাবে তৈরি করবেন পানিফলের পায়েস । তেল-ঝাল-মশলা জাতীয় খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত। শরীর ভিতর থেকে ঠান্ডা থাকবে এমন কোনও খাবার খাওয়া প্রয়োজন। এই সময়ে শরীরে পানির পরিমাণ হ্রাস পায়। তাই জল জাতীয় ফল বা খাবার খাদ্যতালিকাতে রাখা জরুরি। পানি জাতীয় ফল বলতেই উঠে আসে পানিফলের কথা। তবে শুধু স্বাস্থ্য নয়। খেয়াল রাখতে হবে স্বাদেরও। স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে বানাতে পারেন পানিফলের পায়েস।
- আরো পড়ুন: রেসিপি: বোরহানি
- আরো পড়ুন: রেসিপি: চিকেন ডোনাট
- আরো পড়ুন: রেসিপি: চিকেন সাসলিক
উপকরণ
পানিফল- ২৫০ গ্রাম
দুধ- ৫০০ গ্রাম
চিনি- ১ কাপ
কিশমিশ- ৫ টি
কাজু- ৭ টি
খোয়া ক্ষীর- ১০০ গ্রাম
গুঁড়ো দুধ- ৪ টেবিল চামচ
ঘি- ৫ টেবিল চামচ
- আরো পড়ুন: রেসিপি: সাবুদানার লাড্ডু
- আরো পড়ুন: রেসিপি: পেয়ারার জেলি
- আরো পড়ুন: রেসিপি: চিকেন সাসলিক
প্রণালী
প্রথমে পানিফলগুলিকে ধুয়ে মিহি করে বেটে নিন। এ বার কড়াইয়ে ঘি দিয়ে তাতে কিশমিশ আর চিনি ভাল করে নেড়ে নিন। চিনি গলে এলে তাতে পানিফল বাটা মিশিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করার পর গুঁড়ো দুধ দিয়ে আঁচ কমিয়ে হালকা হাতে নাড়তে থাকুন।
অল্প সময় পর তরল দুধ কড়াইয়ে ঢেলে দিন। খেয়াল রাখবেন যাতে তলা ধরে না যায়। তার জন্য বার বার করে দুধ নাড়তে থাকুন। নাড়তে নাড়তে দুধ ঘন হয়ে এলে খোয়া ক্ষীর ও চিনি মিশিয়ে নামিয়ে নিন।
পায়েস সব সময়ে ঠান্ডা খেতেই ভাল লাগে। তাই কড়াই থেকে স্বাভাবিক তাপমাত্রায় এনে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে তুলে রাখুন। খাওয়ার সময়ে ফ্রিজ থেকে বার করে উপর দিয়ে ভাঙা কাজুবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পানিফলের পায়েস।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।