আন্তুর্জাতিক ডেস্ক :: কোভিড-১৯ এ বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছে ১৪ কোটি ৩৮ লাখের বেশি মানুষ।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ (বুধবার ১৯ মে) সকাল পর্যন্ত কোভিড-১৯ এ মারা গেছে ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন। আক্রান্ত হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৫৮৩ জন।
বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯তে ৬ লাখ ১ হাজার ৩৩০ জনের প্রাণ নিয়েছে। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জনের দেহে।
যুক্তরাষ্ট্রের পর কোভিড-১৯ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও কোভিড-১৯ সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন। মারা গেছে ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জন।
কোভিড-১৯ শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। কোভিড-১৯ শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।
আপনি কি নতুন নতুন সব বিষয় সম্পর্কে জানতে ইচ্চুক? তাহলে এখনি এখানে ক্লিক করুন।