রাষ্ট্রবিজ্ঞান বিভাগ – বিষয়ঃ শাসনের সমস্যাবলী
Problems of Governance
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান
বিষয়: শাসনের সমস্যাবলি
বিষয় কোড: ৩১১৯০৭
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. যোক্তিক সিদ্ধান্ত প্রণয়ের প্রবক্তাদ কে ?
উত্তর : যোক্তিক সিদ্ধান্ত প্রণয়ের প্রবক্তাদ হার্বার্ট সাইমন।
২. জাতীয়তাবাদ কী?
উত্তর : জাতীয়তাবাদ হলো এক ধরনের মানবিক ধারণা অর্থাৎ কোনো জাতির সদস্য হওয়ায় বা এর প্রুতি অনুরক্ত থাকার চেতনাকেই বুঝায়।
৩. সামরিক শাসন কী?
উত্তর : সামরিক বাহিনী যখন কোনো দেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহন করে শাসন কার্য পরিচালনা করে তখন তাকে সামরিক শাসন বলে।
৪. বহুদলিয় ব্যবস্থা বলতে কী বুঝ?
উত্তর : যে রাজনৈতিক ব্যবস্থায় দুই -এর অধিক রাজনৈতিক দল সক্রিয় থাকে তাকে বলে বহুদলিয় ব্যবস্থা।
৫. বাংলাদেশের রাজনৈতিক দল বলতে কি বুঝ?
উত্তর : রাজনৈতিক দল হলো একটি সংগঠিত জনসমষ্টি যারা নির্দিষ্ঠ কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে ক্ষমতা লাভের চেষ্টা করে।
৬. বাংলাদেশের রাজনৈতিক দলের প্রকৃতি কেমন?
উত্তর : বাংলাদেশের রাজনৈতিক দলের প্রকৃতি বহুদলীয় ব্যবস্থা।
৭. বহুজাতিক রাষ্ট্রের দুটি উদাহারণ দাও।
উত্তর : বহুজাতিক রাষ্ট্রের দুটি উদাহারণ হল- ভারত ও বাংলাদেশ।
৮. আধুনিক সরকারের শ্রেণীবিভাগ কে করেছেন?
উত্তর : আধুনিক সরকারের শ্রেণীবিভাগ করেছেন অধ্যাপক স্টিফেন লিকক।
৯. বিশ্বায়ন কী?
উত্তর : বিশ্বায়ন বলতে বোঝায় পণ্য, পুঁজি, শ্রম ও প্রযুক্তির অবাধ প্রবাহ কে বোঝায়।
১০. “Essays in Sociology”- লেখক কে ?
উত্তর : “Essays in Sociology”- লেখক- ম্যাক্স ওয়েবার (Max Weber)।
১১. সরকার বলতে কী বুঝ?
উত্তর : সরকার একটি রাজনৈতিক সংগঠন যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছা গঠন ও কার্যকর করে।
- আরো পড়ুন: সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা চূড়ান্ত সাজেশন ২০২২
- আরো পড়ুন: সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন
১২. স্বচ্ছতার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : স্বচ্ছতার ইংরেজি প্রতিশব্দ- Transparency.
১৩. আইনের শাসন তত্তে¦র প্রবক্তা কে?
উত্তর : এ. ভি. ডাইসি।
১৪. সুশাসন কী?
উত্তর : সুশাসন একটি পরিচালন প্রক্রিয়া যা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে, দুর্নীতি রোধ করে, মানবাধিকার নিশ্চিত করে এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নকে ত্বরান্বিত করে।
১৫. আমলাতন্ত্রের সংজ্ঞা দেও।
উত্তর : আমলাতন্ত্র বলতে সরকারি স্থায়ী বেতনভুক্ত কর্মচারীর সমষ্টিকে বুঝায়।
১৬. বাংলাদেশ দ্বিদলীয়, নাকি বহুদলীয় ব্যবস্থা প্রচলিত?
উত্তর : বহুদলীয় ব্যবস্থা প্রচলিত
১৭. গণতন্ত্রায়ন বলতে কি বুঝায়?
উত্তর : গণতন্ত্রায়ন বলতে বোঝায় গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রবণতা।
১৮. ‘Feodus’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Feodus’ শব্দের অথ- সন্ধি বা মিলন।
১৯. রাজনৈতিক সমস্যাসমূহের দুটি উৎসের নাম লিখ।
উত্তর : রাজনৈতিক সমস্যাসমূহের দুটি উৎসের নাম- সরকারের বৈধতার সংকট ও জনগণের অংশগ্রহন।
২০. সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তর : সুশাসনের ইংরেজি প্রতিশব্দ- Good Governance.
২১. Political power is usually accompanied by authority” উক্তিটি কার?
উত্তর : Political power is usually accompanied by authority” উক্তিটি- এলান আর, বল এর।
২২. এরিস্টটলের মতে, উত্তম সরকার কোনটি?
উত্তর : এরিস্টটলের মতে, উত্তম সরকার- পলিটি বা মধ্যতন্ত্র।
২৩. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : সরকারের চতুর্থ অঙ্গ- নির্বাচকমন্ডলী।
২৪. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান এমন একটি দেশের নাম লিখ।
উত্তর : যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান এমন একটি দেশ- ভারত।
২৫. বাংলাদেশের সংবিধানের নাম কী?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
২৬. সংসদীয় গণতন্ত্রের জনক কে ?
উত্তর : জন লক।
২৭. রাষ্ট্রের মূখপাত্র কে ?
উত্তর : সরকার।
২৮. ডব্লিউ ডব্লিউ রস্টো রাজনৈতিক উন্নয়নের কয়টি শর্তের কথা বলেছেন?
উত্তর : ডব্লিউ ডব্লিউ রস্টো রাজনৈতিক উন্নয়নের ৩টি শর্তের কথা বলেছেন।
২৯. “সকল মানবিক সংগঠনের মধ্যে সরকারই সর্ববৃহৎ সংগঠন” উক্তিটি কার?
উত্তর : “সকল মানবিক সংগঠনের মধ্যে সরকারই সর্ববৃহৎ সংগঠন” উক্তিটি- আর. এম. ম্যাকাইভারের।
৩০. SSRC- এর পূর্ণনাম কী?
উত্তর : SSRC- এর পূর্ণনাম Social Science Research Council.
৩১. সুশাসন এর অর্থ কী?
উত্তর : সুশাসন অর্থ- উত্তম বা ভালো শাসন।
৩২. রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন করা।
৩৩. সাংবিধানিক সরকার কি?
উত্তর : সাংবিধানিক সরকার হচ্ছে সীমিত ক্ষমতা সম্পন্ন সরকার যা সংবিধানে সন্নিবেশিত নিয়মাবলি অনুসারে পরিচালিত হয়।
৩৪. রাজনৈতিক ক্ষমতা কী?
উত্তর : রাজনৈতিক ক্ষমতা হলো প্রভাবের এমন এক দৃষ্টান্ত, যার সাথে শাস্তির ভীতি অথবা পুরস্কার ও সুযোগ সুবিধা, সম্ভাবনার প্রতিশ্রুতি জড়িত। তাদের মাধ্যমে কোনো ব্যক্তি, গোষ্ঠি বা সংঘ বা রাষ্ট্র অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংঘ বা রাষ্ট্রকে নিজ ইচ্ছানুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে।
৩৫. গণতন্ত্র কী?
উত্তর : রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক পরিচালিত হয় এবং অধিকাংশ জনগণকে মতামত ব্যক্ত করার সুযোগ দেওয়া হয় তখন তাকে গণতন্ত্র বলে।
৩৬. নব্য- প্রতিষ্ঠানবাদ বলতে কি বুঝ ?
উত্তর : আচরণবাদী বিপ্লবের পরবর্তীকালে রাজনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠান কেন্দ্রিক এর নম্বর প্রতিষ্ঠানবাদ বলে।
৩৭. প্রশাসনিক দুর্নীতি বলতে কি বুঝ?
উত্তর : প্রশাসনিক দুর্নীতি বলতে ঘুষ গ্রহণ, দায়িত্বে অবহেলা করা ,অফিসের জিনিসপত্র নিজের কাজে ব্যবহার করা, অসম বন্টন প্রভৃত্তিকে বুঝায় ।
৩৮. বেসরকারিকরণ কি?
উত্তর : সামরিক সরকার কর্তৃক গৃহীত পূর্বের সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া ও পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করার নীতিকে বেসরকারিকারণ বলে ।
৩৯. সংস্কৃতি কি?
উত্তর : সংস্কৃতি বলতে কোন একটি জাতির বিশ্বাস, অনুভূতি ও চেতনার সমষ্টিকে বুঝায় ।
৪০. যুক্তরাষ্ট্রীয় সরকার কি?
উত্তর : যখন দুই বা ততোধিক রাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষার্থে বা অন্য কোন উদ্দেশ্যে সাধনের জন্য মিলিত হয়ে নিজস্ব সত্ত্বা বজায় রেখে জাতীয় সরকার’ গঠন করে তখনই যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত হয়।
৪১. কেন্দ্রীয়করণ বলতে কি বুঝ?
উত্তর : যেখানে মমতাকে বিভক্তিকরণ না করে ক্ষমতা কেন্দ্রীভূত রাখা হয় তাকে ক্ষমতা কেন্দ্রীকরণ বলে।
৪২. রাজনৈতিক দল ব্যবস্থা কি?
উত্তর : রাজনৈতিক দলগুলো এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে।
৪৩. বিরোধী দল কি?
উত্তর : জাতীয় নির্বাচনে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল সরকার গঠন করে । আর যে দল সরকার গঠন করতে ব্যর্থ হয় তাকে বিরোধী দল বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সাংবিধানিক সরকার বলতে কি বুঝ?
২. দুর্নীতি ও সহিংসতা বলতে কি বুঝ?
৩. অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝ?
৪. নাৎসিবাদ বলতে কি বুঝ?
৫. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাকে বলে?
৬. ছায়া সরকার বলতে কি বুঝ?
৭. রাজনৈতিক সংস্কৃতি কি?
৮. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?
৯. কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো লিখ।
১০. কর্তৃত্বের বৈধতা অর্জনের উপায়সমূহ লিখ।
১১. আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের প্রয়োজন হয় কোন?
১২. স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কি বুঝ?
১৩. দুর্নীতি প্রতিরোধের উপায়গুলো লিখ।
১৪. বহুজাতিক রাষ্ট্রের সংজ্ঞা দেও।
১৫. ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লিখ।
১৬.সম্পত্তির বৈশিষ্ট্য লিখ।
১৭. রাজনৈতিক উন্নয়ন বলতে কি বুঝ?
১৮. আমলাতন্ত্র বলতে কি বুঝ?
১৯.দুর্নীতি বলতে কি বুঝ?
২০. ক্ষমতা বলতে কি বুঝ?
২১. গণভোট বলতে কি বুঝ?
২২. প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বুঝ?
২৩. জাতীয় সংহতি বলতে কি বুঝ?
২৪. জাতীয়তাবাদ বলতে কি বুঝ
২৫. ফ্যাসিবাদ বলতে কি বুঝ?
২৬.আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির ৫টি কারণ লিখ ।
২৭. কোয়ালিশন সরকার বলতে কী বুঝ?
২৮. সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝ?
২৯.যুক্তরাষ্ট্রিয় সরকার বলতে কি বুঝ?
- আরো পড়ুন: বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা
- আরো পড়ুন: নিরাপত্তা অধ্যয়ন বই pdf প্রশ্নোত্তর
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কি বুঝ? প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা অর্জনের উপায়সমূহ আলোচনা কর।
১. জাতীয় সংহতি বলতে কি বুঝ? উন্নয়নশীল দেশে জাতীয় সংহতির সংকট সম্পর্কে আলোচনা কর ।
২. কর্তৃত্ব কি? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
৩. বৈধতার সংকট কি? পূর্ণমান শিবিরগুলো কেন বৈধতার সংকটের সম্মুখীন হয়? আলোচনা কর।
৪. সুশীল সমাজ বলতে কি? সুশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
৫. এক জাতি প্রগ্রম্মতিক রাষ্ট্রের সংজ্ঞা দাও। বহুজাতিক রাষ্ট্র সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা কর।
৬. সাংবিধানিক সরকার কি? সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
৭. সুশাসনের সংজ্ঞা দাও। উন্নয়নশীল দেশে সুশাসনের প্রধান সমস্যাগুলো চিহ্নিত কর।
৮. জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের সংস্থাগুলো বর্ণনা দাও।
৯. বাংলাদেশ তথা উন্নয়নশীল রাষ্ট্র সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ বর্ণনা কর।
১০. বাংলাদেশের জাতীয় সংহতি কি কোন সমস্যা রয়েছে ?
১১. একমাত্র গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সুশাসনের পূর্বশর্ত আলোচনা কর।
১২. আধুনিক সরকারের শ্রেণীবিভাগ আলোচনা কর।
১৩. ’রাজনৈতিক দলগুলি স্বার্থের প্রতিনিধিত্ব করে‘’বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা কর।
১৪. উন্নয়ন কি? বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর।
১৫. আধুনিক সরকার কি ধরনের সমস্যার সম্মুখীন হয়? আলোচনা কর।
১৬. বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল রাষ্ট্রে রাজনৈতিক প্রশাসনের বিরাজমান কতিপয় সংকট আলোচনা কর।
১৭. জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের সমস্যাগুলো বর্ণনা কর।
১৮. সরকার এবং সম্পত্তি সম্পর্ক নির্ণয় কর।
১৯. প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষার উপায়সমূহ আলোচনা কর।
২০. সামরিক শাসনের নেতিবাচক ও অকার্যকর দিকগুলো আলোচনা কর।
২১. ”অর্থনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমা “ উক্তিটি পরীক্ষা কর।
২২. ক্ষমতার শ্রেণীবিভাগ বর্ণনা কর।
২৩. “তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহের শাসনকার্য ক্রমবর্ধমানভাবে সমস্যাজনক হয়ে উঠেছে” উক্তিটি পরীক্ষা কর।
২৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
২৫. বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা ও সমস্যা সমূহ আলোচনা করো।
২৬.বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলি বিস্তারিত লিখ।
২৭. স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কি বুঝ? প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা অর্জনের উপায়সমূহ আলোচনা কর।
শাসনের সমস্যাবলী – এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।