শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন বিজ্ঞপ্তি

শিক্ষা প্রতিনিধি :: আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। আজ (বৃহস্পতিবার ২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

একইসোথে আগামী ১২ জুন পর্যন্ত ছুটির বিষয়টিও তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. নজরুল ইসলাম।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন থেকে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একইসাথে কোভিড-১৯ সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ সময় নিজেদের এবং অন্যদের কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবেন।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধের এ সময় শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *