শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই

দুর্বা ডেস্ক :: ফিনিক্স গ্রুপ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই। গতকাল (সোমবার ২৬ এপ্রিল) দিনগত রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বয়স হয়েছিল ৮৩ বছর। আজ (মঙ্গলবার ২৭ এপ্রিল) বাদ জোহর লালবাগ শাহী মসজিদে তার জানাজা হবে।

দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। তিনি ১৯৬২ সালে শিল্পে প্রবেশ করেন। ১৯৯১ সালে মরহুম মাওলানা আকরাম খা গোল্ড মেডেল (শিল্পায়ন) এবং ১৯৯৯ সালে তিনি জগদীশ চন্দ্র স্বর্ণপদক পেয়েছিলেন।

ফিনিক্স গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠাগুলো: ফিনিক্স বিমা সংস্থা লিমিটেড, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড। ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের নামে একটি ব্রোকারেজ হাউস রয়েছে।

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

এহসান গ্রুপের প্রতারকরা ধর্মব্যবসায়ী মোমিন মেহেদী

এহসান গ্রুপের প্রতারকরা ধর্মব্যবসায়ী : মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইভ্যালী-নগদের প্রতারকরা যেমন স্বাধীনতার চেতনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *